আইপিএল ২০২৪-এ জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে কেকেআর। শেষ দুই ম্যাচে আরসিবি ও দিল্লিতে দুরমুশ করে জয় পেয়েছে নাইটরা। আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে।

KKR News: চোটের কী অবস্থা! দিল্লির বিরুদ্ধে খেলবেন না কেকেআর তারকা? জানা গেল বড় আপডেট

আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ  অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার।   (Photo Courtesy- AP)
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার। (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।(Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।(Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে।  (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে।
(Photo Courtesy- AP)
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে  পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার।
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার।
আরসিবি ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্টও সন্তোষজনক বলে জানা গিয়েছে। কেকেআর সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে খেলা নিয়ে কোনও সংশয় নেই।
আরসিবি ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্টও সন্তোষজনক বলে জানা গিয়েছে। কেকেআর সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে খেলা নিয়ে কোনও সংশয় নেই।