Tag Archives: Venkatesh Iyer

KKR News: চোটের কী অবস্থা! দিল্লির বিরুদ্ধে খেলবেন না কেকেআর তারকা? জানা গেল বড় আপডেট

আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ  অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার।   (Photo Courtesy- AP)
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার। (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।(Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।(Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে।  (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে।
(Photo Courtesy- AP)
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে  পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার।
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার।
আরসিবি ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্টও সন্তোষজনক বলে জানা গিয়েছে। কেকেআর সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে খেলা নিয়ে কোনও সংশয় নেই।
আরসিবি ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্টও সন্তোষজনক বলে জানা গিয়েছে। কেকেআর সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে খেলা নিয়ে কোনও সংশয় নেই।

Cricketer Love Story: লুকিয়েই চলছিল প্রেম পর্ব, কেকেআরের জার্সিতে ঝকমকে পারফরম্যান্সের পরেই ফ্লাইং কিস, সামনে এল তারকা ক্রিকেটারের প্রেম কাহিনী

KKR-র সময়টা বেশ ভালই যাচ্ছে৷ আইপিএল ২০২৪-র পরপর দুটো ম্যাচে জয়, তারপর রবিবারের ম্যাচে সিএসকে-র হারের পর পয়েন্ট টেবলে এক নম্বর৷ দলের মেজাজ একেবারে উ-লা-লা৷ দলের ক্রিকেটাররাও সকলেই নিজের দায়িত্ব ভালভাবে পালন করছেন৷ তারমধ্যে কেকেআরের অন্যতম দায়িত্বশীল নাইট ভেঙ্কটেশ আইয়ার৷ যিনি  এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র বিরুদ্ধে ঝক্কাস পারফরম্যান্স করেন এবং দল হোস্ট টিমকে ৭ উইকেটে পরাজিত করেছিল।
KKR-র সময়টা বেশ ভালই যাচ্ছে৷ আইপিএল ২০২৪-র পরপর দুটো ম্যাচে জয়, তারপর রবিবারের ম্যাচে সিএসকে-র হারের পর পয়েন্ট টেবলে এক নম্বর৷ দলের মেজাজ একেবারে উ-লা-লা৷ দলের ক্রিকেটাররাও সকলেই নিজের দায়িত্ব ভালভাবে পালন করছেন৷ তারমধ্যে কেকেআরের অন্যতম দায়িত্বশীল নাইট ভেঙ্কটেশ আইয়ার৷ যিনি  এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র বিরুদ্ধে ঝক্কাস পারফরম্যান্স করেন এবং দল হোস্ট টিমকে ৭ উইকেটে পরাজিত করেছিল।
এবারের আইপিএলে কেকেআরের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ছন্দের ছাপ দেখিয়েছেন সেই ধারা যদি বজায় রাখতে পারেন তাহলে এ মরশুমে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হতে পারেন তিনি৷
এবারের আইপিএলে কেকেআরের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ছন্দের ছাপ দেখিয়েছেন সেই ধারা যদি বজায় রাখতে পারেন তাহলে এ মরশুমে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হতে পারেন তিনি৷
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে, ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০০০ রান পূর্ণ করেছিলেন।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে, ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০০০ রান পূর্ণ করেছিলেন।
ভেঙ্কটেশ আইয়ার জাতীয় দলের জার্সিতে খেললেও গত ২ বছর ধরে দলে জায়গা পাননি৷ এদিকে চুপচাপ স্বভাবের বেঙ্কটেশ আইয়ার নিজের প্রেম জীবনকে সকলের সামনে আনলেন মাঠেই৷
ভেঙ্কটেশ আইয়ার জাতীয় দলের জার্সিতে খেললেও গত ২ বছর ধরে দলে জায়গা পাননি৷ এদিকে চুপচাপ স্বভাবের বেঙ্কটেশ আইয়ার নিজের প্রেম জীবনকে সকলের সামনে আনলেন মাঠেই৷
আরসিবি-র বিরুদ্ধে পঞ্চাশ  করার পরে, ভেঙ্কটেশ তাঁর  মাইলফলককে মনে রাখার জন্য একটি চুম্বন ছুঁড়েছিলেন। পরে জানা যায় এই ফ্লাইং কিস ছিল তাঁর বাগদত্তার জন্য৷  তিনি জানান তাঁর প্রেমিকা শ্রুতি সেদিন আরসিবি বনাম কেকেআর ম্যাচে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং চুম্বনটি তাঁর জন্য ছিল।
আরসিবি-র বিরুদ্ধে পঞ্চাশ  করার পরে, ভেঙ্কটেশ তাঁর  মাইলফলককে মনে রাখার জন্য একটি চুম্বন ছুঁড়েছিলেন। পরে জানা যায় এই ফ্লাইং কিস ছিল তাঁর বাগদত্তার জন্য৷  তিনি জানান তাঁর প্রেমিকা শ্রুতি সেদিন আরসিবি বনাম কেকেআর ম্যাচে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং চুম্বনটি তাঁর জন্য ছিল।
তবে  শ্রুতি ও বেঙ্কটেশ আইয়ারের প্রেমের মাখোমাখো গল্পটা অবশ্য এখনও সযত্নে আড়াল করে রেখছেন দু'পক্ষই৷  ফলে   সম্পর্কে খুব বেশি তথ্য নেই এমনকি কীভাবে তিনি ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দেখা করেছিলেন তাও এখনও ধোঁয়াশা৷ শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিং) করেছেন।
তবে  শ্রুতি ও বেঙ্কটেশ আইয়ারের প্রেমের মাখোমাখো গল্পটা অবশ্য এখনও সযত্নে আড়াল করে রেখছেন দু’পক্ষই৷  ফলে   সম্পর্কে খুব বেশি তথ্য নেই এমনকি কীভাবে তিনি ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দেখা করেছিলেন তাও এখনও ধোঁয়াশা৷ শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিং) করেছেন।

KKR News: ২ ম্যাচ জিতেও খারাপ খবর কেকেআর শিবিরে? চোট দলের তারকা ব্যাটারের! জানুন বিস্তারিত

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিসবির বিরুদ্ধ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে সহজ জয় পয়েছে কেকেআর। পরপর ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিসবির বিরুদ্ধ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে সহজ জয় পয়েছে কেকেআর। পরপর ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির।
সানরাইজার্স ও আরসিবি ম্যাচ জিতলেও  একটি বিষয় কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর শিবিরের। আর সেই কারণ হল দলের তারকা ব্যাটারের পিঠে চোট বা যন্ত্রণা।
সানরাইজার্স ও আরসিবি ম্যাচ জিতলেও একটি বিষয় কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর শিবিরের। আর সেই কারণ হল দলের তারকা ব্যাটারের পিঠে চোট বা যন্ত্রণা।
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ  অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার।   (Photo Courtesy- AP)
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার। (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।    (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন।    (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। তবে কেকেআর সূত্রে খবর খুব একটা চিন্তার কারণ নেই।   (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। তবে কেকেআর সূত্রে খবর খুব একটা চিন্তার কারণ নেই। (Photo Courtesy- AP)

KKR Team News: ‘এঁদের’ ধরে রেখে পস্তাবে না তো নাইট শিবির, কেকেআর যে রিটেন করা তারকার ভাবাচ্ছে

১৯ তারিখ আইপিএলে ফের নিলাম হবে৷ এবার প্রথম নিলামের আসর বসছে বিদেশের মাটিতে৷ ৩২.৭ কোটি টাকার পার্স নিয়ে নিলামের আসরে কেনাকাটা করতে যাবে তারা৷ ১২ জন প্লেয়ারকে ছেড়ে এত টাকা নিজেদের হাতে রেখেছে নাইট শিবির৷ তবে যে ক্রিকেটারদের ধরে রাখার সিদ্ধান্ত নিল কেকেআর তাঁরা কী সকলেই খুব কাজের হবেন৷ বিশেষত তাঁরা যে বিশাল পরিমাণ টাকা নেন তার যোগ্য ফেরত দিতে পারবেন?
১৯ তারিখ আইপিএলে ফের নিলাম হবে৷ এবার প্রথম নিলামের আসর বসছে বিদেশের মাটিতে৷ ৩২.৭ কোটি টাকার পার্স নিয়ে নিলামের আসরে কেনাকাটা করতে যাবে তারা৷ ১২ জন প্লেয়ারকে ছেড়ে এত টাকা নিজেদের হাতে রেখেছে নাইট শিবির৷ তবে যে ক্রিকেটারদের ধরে রাখার সিদ্ধান্ত নিল কেকেআর তাঁরা কী সকলেই খুব কাজের হবেন৷ বিশেষত তাঁরা যে বিশাল পরিমাণ টাকা নেন তার যোগ্য ফেরত দিতে পারবেন?
একনজরে দেখে নিন কোন কোন তারকার ওপর ভরসা করা নৌকা ডোবাতে পারে কেকেআরের৷ এই তালিকার প্রথম নাম আন্দ্রে রাসেল৷ আন্দ্রে রাসেল-যাঁকে কেকেআর ফ্যানরা মাসেল রাসেল বলেই ডাকতে পছন্দ করেন৷ গত দু- এক মরশুমে তিনি বেশ ফিকে৷ এবারের আইপিএল প্লেয়ার রিটেন করা নিয়ে যখন বেশি কাটাছেঁড়া হচ্ছিল তখন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে (Andre Russell) কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল৷ তবে সেই সাহসী সিদ্ধান্ত নেয়নি নাইট ম্যানেজমেন্ট৷
একনজরে দেখে নিন কোন কোন তারকার ওপর ভরসা করা নৌকা ডোবাতে পারে কেকেআরের৷ এই তালিকার প্রথম নাম আন্দ্রে রাসেল৷ আন্দ্রে রাসেল-যাঁকে কেকেআর ফ্যানরা মাসেল রাসেল বলেই ডাকতে পছন্দ করেন৷ গত দু- এক মরশুমে তিনি বেশ ফিকে৷ এবারের আইপিএল প্লেয়ার রিটেন করা নিয়ে যখন বেশি কাটাছেঁড়া হচ্ছিল তখন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে (Andre Russell) কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল৷ তবে সেই সাহসী সিদ্ধান্ত নেয়নি নাইট ম্যানেজমেন্ট৷
শাহরুখ খানের দল ধরেই রেখেছে রাসেলকে। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। ২০২৪ নিয়ে ধরলে ১০ বছর তিনি নাইট ব্রিগেডের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে নাইট রাইডার্সের (KKR) জার্সিতে তাঁর ধারবাহিক পারফরম্যান্স দুর্দান্ত৷ এমনকি এক মরসুমে ৫২ ছক্কা হাঁকিয়ে আইপিএলের বিশেষ পুরস্কারও পেয়েছিলেন ২০১৯ সালে।
শাহরুখ খানের দল ধরেই রেখেছে রাসেলকে। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। ২০২৪ নিয়ে ধরলে ১০ বছর তিনি নাইট ব্রিগেডের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে নাইট রাইডার্সের (KKR) জার্সিতে তাঁর ধারবাহিক পারফরম্যান্স দুর্দান্ত৷ এমনকি এক মরসুমে ৫২ ছক্কা হাঁকিয়ে আইপিএলের বিশেষ পুরস্কারও পেয়েছিলেন ২০১৯ সালে।
তবে ২০২০ আইপিএল থেকে আর সেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না মাসেল রাসেলকে৷ একদিকে যেমন ধারাবাহিকতার অভাব, অন্যদিকে তেমনিই ক্রমেই নিম্নগামী তাঁর পারফরম্যান্স গ্রাফ। ২০২০ সালে তিনি ব্যাট হাতে ১০ ম্যাচে করেন মাত্র ১১৭ রান। ২০২১ সালেও ২০০ পার করেনি তাঁর মোট রান৷ ২০২২ -এ প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করে পুরনো রাসেলের ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ফের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি।
তবে ২০২০ আইপিএল থেকে আর সেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না মাসেল রাসেলকে৷ একদিকে যেমন ধারাবাহিকতার অভাব, অন্যদিকে তেমনিই ক্রমেই নিম্নগামী তাঁর পারফরম্যান্স গ্রাফ। ২০২০ সালে তিনি ব্যাট হাতে ১০ ম্যাচে করেন মাত্র ১১৭ রান। ২০২১ সালেও ২০০ পার করেনি তাঁর মোট রান৷ ২০২২ -এ প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করে পুরনো রাসেলের ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ফের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি।
২০২৩ মরসুমে ফের চূড়ান্ত ব্যর্থ হন তিনি। ১৪ ম্যাচ করেন মাত্র ২২৭। বল হাতে পান ৭ উইকেট পেয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘসময় খেলেন না রাসেল। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতেও তিনি চেনা ফর্মের ধারেকাছে নেই। ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও ১২ কোটি টাকার বিনিময়ে রাসেলকে দলে রেখে দেওয়া কেকেআরের জন্য বড় চাপ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
২০২৩ মরসুমে ফের চূড়ান্ত ব্যর্থ হন তিনি। ১৪ ম্যাচ করেন মাত্র ২২৭। বল হাতে পান ৭ উইকেট পেয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘসময় খেলেন না রাসেল। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতেও তিনি চেনা ফর্মের ধারেকাছে নেই। ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও ১২ কোটি টাকার বিনিময়ে রাসেলকে দলে রেখে দেওয়া কেকেআরের জন্য বড় চাপ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
আর যে নাম নিয়ে চিন্তা ভাবনা করার তিনি ভেঙ্কটেশ আইয়ার৷  ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ফাইনালে খেলেছিল৷ এতে বড় ভূমিকা ছিল ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। মধ্যপ্রদেশের বাঁহাতি ক্রিকেটার বেগুনি জার্সিতে বড় ভরসার জায়গা নেন৷
আর যে নাম নিয়ে চিন্তা ভাবনা করার তিনি ভেঙ্কটেশ আইয়ার৷  ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ফাইনালে খেলেছিল৷ এতে বড় ভূমিকা ছিল ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। মধ্যপ্রদেশের বাঁহাতি ক্রিকেটার বেগুনি জার্সিতে বড় ভরসার জায়গা নেন৷
কিন্তু ২০২১ সালে দারুণ পারফরম্যান্সের পরেই তাঁর পারফরম্যান্স ধাঁইধাঁই করে পড়তে শুরু করে৷ ২০২২ মরশুমে ১২ ম্যাচ খেলে ১৬.৫৫ গড়ে করেছিলেন মাত্র ১৮২ রান। ২০২৩ -এ কোনও পরিবর্তন হয়নি তাঁর পারফরম্যান্সে৷ পরিসংখ্যানের হিসেবে ১৪ ম্যাচে প্রায় ২৯ গড়ে ৪০৪ রান রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। রান খানিকটা করলেও কোনও ধারাবাহিকতা ছিল না৷
কিন্তু ২০২১ সালে দারুণ পারফরম্যান্সের পরেই তাঁর পারফরম্যান্স ধাঁইধাঁই করে পড়তে শুরু করে৷ ২০২২ মরশুমে ১২ ম্যাচ খেলে ১৬.৫৫ গড়ে করেছিলেন মাত্র ১৮২ রান। ২০২৩ -এ কোনও পরিবর্তন হয়নি তাঁর পারফরম্যান্সে৷ পরিসংখ্যানের হিসেবে ১৪ ম্যাচে প্রায় ২৯ গড়ে ৪০৪ রান রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। রান খানিকটা করলেও কোনও ধারাবাহিকতা ছিল না৷
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান ছিল আইয়ারের, ছিল ২ টি হাফ সেঞ্চুরি। ২০০-র বেশি রান তিনি করেন মাত্র ৩ ম্যাচে। বাকি ১১ ম্যাচে বিশেষ সাফল্য দলকে এনে দিতে পারেন নি। বল হাতে’ও তাঁকে দেখা যায় নি গোটা মরসুমে। ভেঙ্কটেশ আইয়ারের প্রধান খামতির জায়গা হচ্ছে মূলত ভুল শট সিলেকশন৷ তাঁর ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে কলকাতাকে (KKR)। ঘরোয়া ক্রিকেটেও অলরাউন্ডার ফর্মে নেই। এই মুহূর্তে জাতীয় দলেও তাঁর জায়গা হচ্ছিল না৷ ৮ কোটি টাকায় তাঁকে রিটেন করার জন্য কেকেআরকে না এই মরশুমেও খেসারত দিতে হয় এমনটাই এই মুহূর্তে গুঞ্জন৷
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান ছিল আইয়ারের, ছিল ২ টি হাফ সেঞ্চুরি। ২০০-র বেশি রান তিনি করেন মাত্র ৩ ম্যাচে। বাকি ১১ ম্যাচে বিশেষ সাফল্য দলকে এনে দিতে পারেন নি। বল হাতে’ও তাঁকে দেখা যায় নি গোটা মরসুমে। ভেঙ্কটেশ আইয়ারের প্রধান খামতির জায়গা হচ্ছে মূলত ভুল শট সিলেকশন৷ তাঁর ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে কলকাতাকে (KKR)। ঘরোয়া ক্রিকেটেও অলরাউন্ডার ফর্মে নেই। এই মুহূর্তে জাতীয় দলেও তাঁর জায়গা হচ্ছিল না৷ ৮ কোটি টাকায় তাঁকে রিটেন করার জন্য কেকেআরকে না এই মরশুমেও খেসারত দিতে হয় এমনটাই এই মুহূর্তে গুঞ্জন৷
টাকার ধারেভারে রাসেল, আইয়ারদের ধারেকাছে না থাকলেও বছর ২৬-এর বৈভব আরোরাকেও (Vaibhav Arora) কেন ধরে রেখেছে কেকেআর সেটা বড় প্রশ্ন৷ আইপিএল ২০২৪ এ বেগুনি-সোনালি জার্সিতে তাঁকে নিয়ে ভাবছে থিঙ্কট্যাঙ্ক৷ তিনি অবশ্য দীর্ঘদিনের নাইট নন৷ ২০২২ নিলামে তাঁর জন ১ কোটি ৯০ লক্ষ টাকা অবধি নিলামের টক্করের পর নাইট ম্যানেজমেন্ট ২ কোটি টাকায় যোগ দেন পঞ্জাব কিংসে। সেখানে বিশেষ সাফল্য পান নি। যার ফলে ২০২৩ মরসুমের ‘মিনি’ নিলামের আগে বৈভবকে ছেড়ে দেয় প্রীতি জিন্টার দল। সেই নিলাম থেকে ৬০ লক্ষ টাকাতে বৈভবকে দলে নেয় নাইট ম্যানেজমেন্ট। কলকাতা তাঁর উপর ভরসা রাখলেও, বিশেষ কিছু করতে পারেননি তিনি৷
টাকার ধারেভারে রাসেল, আইয়ারদের ধারেকাছে না থাকলেও বছর ২৬-এর বৈভব আরোরাকেও (Vaibhav Arora) কেন ধরে রেখেছে কেকেআর সেটা বড় প্রশ্ন৷ আইপিএল ২০২৪ এ বেগুনি-সোনালি জার্সিতে তাঁকে নিয়ে ভাবছে থিঙ্কট্যাঙ্ক৷ তিনি অবশ্য দীর্ঘদিনের নাইট নন৷ ২০২২ নিলামে তাঁর জন ১ কোটি ৯০ লক্ষ টাকা অবধি নিলামের টক্করের পর নাইট ম্যানেজমেন্ট ২ কোটি টাকায় যোগ দেন পঞ্জাব কিংসে। সেখানে বিশেষ সাফল্য পান নি। যার ফলে ২০২৩ মরসুমের ‘মিনি’ নিলামের আগে বৈভবকে ছেড়ে দেয় প্রীতি জিন্টার দল। সেই নিলাম থেকে ৬০ লক্ষ টাকাতে বৈভবকে দলে নেয় নাইট ম্যানেজমেন্ট। কলকাতা তাঁর উপর ভরসা রাখলেও, বিশেষ কিছু করতে পারেননি তিনি৷

KKR vs GT: ক্রিকেট ছেড়ে নতুন পেশায় আসতে চান ভেঙ্কটেশ আইয়র! অন্য ভূমিকায় কেকেআর তারকা

কলকাতা: ২০০৮ সালে ব্র্যান্ডন ম্যাকালামের পর ২০২৩ সালে আইপিএলে কেকেআরের হয়ে দ্বিতীয় শতরানকারী হয়েছেন ভেঙ্কটেশ আইয়র। এবার আইপিএলে গতবারের তুলনায় অনেকটাই ছন্দে পাওয়া গিয়েছে বাঁ হাতি ব্যাটারকে। কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে একাধিক ম্যাচে খেলেছেন ‘ইমপ্যাক্টফুল’ ইনিংস। টানা চার ম্যাচ হারের পর আরসিবির বিরুদ্ধে জয়ে ফিরে আত্মবিশ্বাসী ভেঙ্কটেশ আইয়র। তবে ক্রিকেটের বাইরে অন্য কোনও পেশায় কী আসতে চলেছেন নাইট তারকা। কেকেআরের তরফে শেয়ার করা একটি ভিডিওই তুলে দিয়েছে সেই প্রশ্ন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মাঠে অনুশীলনে ব্যস্ত গোটা দল। সেখানে অনুশীলন না করে ক্যামেরা নিয়ে ভিডিও তুলছেন ভেঙ্কটেশ আইয়র। কেকেআর প্লেয়ারদের নান রকম কথা-বার্তাও শোনা যায়। খুব মনযোগ সহকারে ভিডিও করতে দেখা যায় কেকেআর তারকাকে। সেই সময় পাশ থেকে একজনের কন্ঠস্বর শোনা যায়। তিনি বলেন, শতরান করে নিলেন, ফটোগ্রাফিও শিখে নিলেন আর এখনও ভিডিও করতে হবে? পাল্টা প্রতিক্রিয়ায় ভেঙ্কটেশ আইয়র বলেন, ডিরেক্টরও তো হতে হবে। মজাদার এই ভিডিও কেকেআর ফ্যানেরার খুবই পছন্দ করেছেন।

আরও পড়ুনঃ Rinku Singh: সামনেই রিঙ্কু সিংয়ের বিয়ে! কেকেআর তারকার ‘উপহার’ ঘোষণা করে দিয়েছেন শাহরুখ খান

প্রসঙ্গত, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচ জয়ের পর টানা ৪টি ম্যাচ হারতে হয় কেকেআরকে। এরপর আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে জয়ে ফেরে কেকেআর। এবার শনিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দ্বিতীয় লেগের খেলায় ফের কেকেআরের সামনে গুজরাত টাইটান্স। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচও ডু অর ডাই কেকেআরের কাছে। তবে আরসিবির বিরুদ্ধে জয়ের পর নাইটরা যে ফুরফুরে মেজাজে রয়েছে ভেঙ্কটেশ আইয়রের এই ভিডিও।

Venkatesh Iyer: কেকেআরের ভেঙ্কটেশকে নিয়ে উচ্ছ্বসিত সচিন! দিলেন দুটি গুরুত্বপূর্ণ টিপস

দিল্লি: মুম্বইয়ের বিরুদ্ধে ইতিহাস তৈরি করেছিলেন ১৫ বছর পর। কিন্তু কপাল খারাপ, তিনি সেঞ্চুরি করলেও দল হেরেছে। স্বাভাবিকভাবে ভেঙ্কটেশ আইয়ার হতাশ। কারণ ব্যক্তিগত মাইলস্টোনের থেকেও দলের জয় সব সময় গুরুত্বপূর্ণ। ভেঙ্কটেশ জানিয়েছেন এই মুহূর্তে আর মুম্বই ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন। কেকেআর বৃহস্পতিবার খেলবে দিল্লির বিরুদ্ধে।

যে দলটা পাঁচটা ম্যাচ হেরে বসে আছে। কিন্তু হতেই পারে কলকাতার বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স মিলে ধরল দিল্লি। তবে ভেঙ্কটেশ অসাধারণ ছন্দে থাকলেও তিনি নিজে মনে করছেন তার সেরা ব্যাটিং এখনও বাকি আছে। সচিন তেন্ডুলকরের সঙ্গে ১০ মিনিট কথা বলেছিলেন মুম্বইতে। সেখানে দু তিনটে বিষয় উন্নতি করার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছেন সচিন।

আরও পড়ুন – Virat Kohli: অভিশাপ লাগল বিরাটের? সৌরভের সঙ্গে বেইমানির পরেই আইপিএলে চূড়ান্ত ফ্লপ কোহলি

স্টানস এবং টেকনিক এই দুটো বিষয়ে কথা বলেছেন সচিন। মাস্টার ব্লাস্টার জানিয়েছেন তাকে এই দুটো নিয়ে নেটে পড়ে থাকতে হবে। উন্নতি করতে পারলে ভেঙ্কটেশ আরও কঠিন ব্যাটসম্যান হয়ে যাবেন যে কোনও দলের বিপক্ষে। রবি শাস্ত্রী মনে করেন যেহেতু ভেঙ্কটেশ দীর্ঘদেহী, তাই পুল এবং হুক শট খেলতে তার সুবিধা হয়।

তবে এই টুর্নামেন্টে কেকেআরের জার্সিতে আগে বল করলেও এবার বল করতে দেখা যায়নি ভেঙ্কটেশকে। এর কারণ গোড়ালির ব্যথা। ছয় মাস আগে মধ্যপ্রদেশের হয়ে খেলার সময় গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। আগের মত দৌড়াতে পারবেন না জানিয়ে দিয়েছিল ডাক্তার। কিন্তু মনের জোরে নিজেকে ফিরে পেয়েছেন ভেঙ্কটেশ।

একটা সময় ভারতের জাতীয় দলে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে তাকে ভাবা হয়েছিল। কয়েকটা ম্যাচ খেলেছিলেন। কিন্তু তারপর থেকে ক্রমশ হারিয়ে যান। ভেঙ্কটেশ জানেন এই আইপিএল তার কাছে ফিরে আসার আইপিএল। নির্বাচকদের দেখিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম যে তিনি ফুরিয়ে যাননি। এই মুহূর্তে তিন নম্বরে নামছেন।

ওপেন করেছেন। প্রয়োজনের শেষ দিকেও খেলতে রাজি আছেন। সব মিলিয়ে ভেঙ্কটেশ জানেন তাকে পারফর্ম করতেই হবে কেকেআরের হয়ে। সচিনের পরামর্শ পেয়ে দিল্লির বিরুদ্ধে আবার বড় ইনিংস খেলতে পারেন কিনা সেটাই দেখার।

KKR vs MI, Venkatesh Iyer : মুম্বই জয় সম্ভব হত না ভেঙ্কটেশ না থাকলে! রানে ফিরেও নির্বিকার কেকেআর তারকা

#পুনে: অবশেষে এবারের আইপিএলে রান পেলেন ভেঙ্কটেশ আইয়ার। আজকের আগে পর্যন্ত তিন ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি। গতবার আইপিএলের দ্বিতীয়াংশে দুবাইতে তিনি দলে ঢোকার পর বদলে গিয়েছিল কেকেআরের পারফরম্যান্স গ্রাফ। ছিটকে যেতে যেতে ফাইনাল খেলেছিল শাহরুখ খানের দল। এবার ভেঙ্কটেশ আইয়ারকে ৮ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর।

আরও পড়ুন – KKR vs MI, Shahrukh Khan : ‘রাসেলের সঙ্গে নাচব, তোমাকে জড়াব’, কামিন্সের ঝড় দেখে হতভম্ব কিং খান

মাঝের সময়টা টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি জার্সি পেয়েছেন। হার্দিক পান্ডিয়ার পরিবর্ত হিসেবে তাকে ভাবা হচ্ছে। কিন্তু আজ মুম্বই ইন্ডিয়ান্স যখন কেকেআরকে চেপে ধরেছিল, যখন বুমরাহ, মিলস, মুরুগানদের দাপটে রাহানে, শ্রেয়স আইয়ার, রানা, রাসেলদের হারিয়ে চাপে পড়েছিল কেকেআর তখন ভরসা দিয়েছেন ভেঙ্কটেশ। স্কোরবোর্ড বলছে ম্যাচের শেষে ৫০ রানে অপরাজিত তিনি। একটি ওভার বাউন্ডারি এবং হাফ ডজন বাউন্ডারি মেরেছেন।

কেকেআর জিতেছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সর দুর্দান্ত ইনিংসে। কামিন্স ওই ইনিংস না খেললে কেকেআর যেমন জিততে পারত না, তেমনই এটাও সত্যি ভেঙ্কটেশ একটা দিক ধরে রাখতে না পারলে আজ জয়ের মুখ দেখতে পেত না শাহরুখ খানের দল। কাজেই তার ইনিংসের গুরুত্ব মোটেই কম নয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার বলে গেলেন ভেঙ্কটেশ ওপেনিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর ক্ষমতা সম্পর্কে সকলে ওয়াকিবহাল।

তবে ভেঙ্কটেশ নিজে মনে করেন আজকে সঠিক মনের মত টাইমিং করতে পারছিলেন না। কিন্তু ঠিক করে রেখেছিলেন শেষ পর্যন্ত টিকে থাকবেন। রাসেল, প্যাট কামিন্স এবং সুনীল নারিনদের মত পাওয়ার হিটারদের সঙ্গ দিয়ে যাবেন। সেই লক্ষ্যে সফল ভেঙ্কটেশ আইয়ার। আশা করছেন আজ রানে ফেরার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না।

প্রয়োজনীয় আত্মবিশ্বাস এবং রান একবার যখন পেয়ে গিয়েছেন, এবার সেই ধারাবাহিকতা ধরে রাখা প্রধান চ্যালেঞ্জ। তবে মজা করে ভেঙ্কটেশ আইয়ার বলেন, শুধুমাত্র প্যাট কামিন্স ছাড়া কারো টাইমিং সঠিক হচ্ছিল না। আমার কাজ ছিল প্রথমে রাসেল এবং পরে প্যাটকে সমর্থন দেওয়া। খারাপ বল পেলে বাউন্ডারির বাইরে পাঠানো। সেই লক্ষ্যে ভেঙ্কটেশ আইয়ার আজ সফল তাতে সন্দেহ নেই।

Rohit Sharma new captain T20 : ভারতের টি টোয়েন্টি অধিনায়ক রোহিত, দলে জায়গা পেলেন ঋতুরাজ, ভেঙ্কটেশ

#মুম্বই: জল্পনা কল্পনার কোনো ব্যাপার ছিল না। বিরাট কোহলি টি টোয়েন্টি যদি নায়ক হিসেবে দেশের দায়িত্ব ছাড়ার পর, রোহিত শর্মার হাতেই যে ব্যাটন উঠতে চলেছে নিশ্চিত ছিলেন সকলে। সুনীল গাভাসকার থেকে সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর- প্রাক্তন ক্রিকেটাররা এক বাক্যে রোহিতকে ভোট দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিসিসিআইয়ের তরফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হল তাতে অধিনায়ক হয়েছেন রোহিত। সহ-অধিনায়ক কে এল রাহুল।

আরও পড়ুন – Joni Kauko Mohun Bagan target : মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা ছাড়া দ্বিতীয় টার্গেট নেই ইউরো খেলা জনির

আইপিএলের দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে দলে জায়গা পেয়েছেন কেকেআর অলরাউন্ডার ভেঙ্কটেশ আইআর, দিল্লির আবেশ খান, চেন্নাই সুপার কিংস দলের ঋতুরাজ গায়কোয়াড়। কাম ব্যাক হল যুজবেন্দ্র চাহালের। বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেই থাকবেন।

১৭, ১৯ ও ২১ নভেম্বর তিনটি টি ২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে জয়পুর, রাঁচি ও কলকাতায়। প্রথম টেস্ট কানপুরে। যেহেতু আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের কোনও একদিনের আন্তর্জাতিক নেই, তাই ওই সফরের আগে একদিনের দলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি করে টেস্ট ও ওয়ান ডে এবং চারটি টি ২০ আন্তর্জাতিক খেলবে।

তারপর ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহকে। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হর্ষল প্যাটেল দলে জায়গা পেয়েছেন। শ্রেয়স আইয়ারও কামব্যাক করলেন। সিরাজ ফিরে এসেছেন টি টোয়েন্টিতে। উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ এবং ঈশান কিষান রয়েছেন দলে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দু’বছর আগে একদিনের বিশ্বকাপ এবং এবার টি টোয়েন্টি বিশ্বকাপ হারতে হয়েছিল ভারতকে। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপ্সদের হারিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা ভারতীয় দলের।