লক্ষাধিক প্রদীপ আত্রেয়ীর ঘাটে

Ayodhya Ram Mandir 2024: রামলালার প্রাণ প্রতিষ্ঠা! আত্রেয়ী নদীর পাড়ে জ্বলল লক্ষ প্রদীপ, হাজির সুকান্ত মজুমদার

দক্ষিণ দিনাজপুর: অযোধ্যার সরযূ নদীর পাড়ে ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। এই দিনই বালুরঘাটের পুন্যতোয়া আত্রেয়ী নদীর পাড়ে লক্ষ প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মেতে উঠেছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই এলাকায় ৩০ ফুট উচ্চতার শ্রী রামচন্দ্রের কাটআউটের ব্যবস্থা করা হয়েছে। ২১ জন পুরোহিত দ্বারা সন্ধ্যা আরতি আত্রেয়ী নদী পাড়ে করা হয়। ৩০ জন ঢাকি ঢাক বাজালেন। এছাড়াও এই অনুষ্ঠান ঝলমলে করে তুলতে সাংসদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ জুড়ে সকাল থেকেই চলছে উৎসবের মেজাজ। কোথাও অযোধ্যায় রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে রাম মন্দির, কোথাও আবার বর্ণাঢ্য শোভাযাত্রা। আর এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই বালুরঘাট শহরের কল্যাণী সদরঘাটে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে এক লক্ষ প্রদীপ জ্বালানো শুরু হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতেই সেজে উঠল সরযূর পাড়, ঝলমল করছে লক্ষ প্রদীপ, দেখুন সেই ছবিগুলি

আর এই লক্ষাদিক প্রদীপ জ্বালানোয় সাক্ষী থাকতে বালুরঘাট শহর-সহ জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ, যাঁরা সদরঘাটে উপস্থিত হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করার পর আত্রেয়ী নদীর আরতিতে অংশগ্রহণ করেন বালুরঘাটের সাংসদ। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি-সহ অন্যান্য কার্যকর্তা।

সুকান্তবাবু বললেন, ”সারাদিন জেলা রামময়, অলিগলি থেকে রাজপথ সর্বত্র রামের আরাধনা করেছে সাধারণ মানুষ। যা অনেকটাই জানা ছিল না।অনেকেই নিজের উদ্যোগে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। আজ আত্রেয়ী নদীর ঘাটে এত লোকের সমাগম! প্রশাসনিক ভাবে কোনও সাহায্য করা হয়নি, তা সত্ত্বেও মানুষ নিজের দায়িত্বে এসেছেন এবং সুশৃঙ্খলাবদ্ধ হয়েই অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।”

জানা গিয়েছে, অন্ততপক্ষে হাজার দশেক মানুষের সমাগম হয়েছিল আত্রেয়ীর তীরে। এত বিপুল সংখ্যক ভিড়কে নিয়ন্ত্রণ করতে কোনওরকম পুলিশি ব্যবস্থা আয়োজন করেনি জেলা প্রশাসন। এমনকি নদীতেও সেভাবে সিভিল ডিফেন্স বা বিপর্যয় মোকাবিলার কাউকে দেখা যায়নি।

সুস্মিতা গোস্বামী