জেলা পরিষদ

Bangla Video: দখল হয়ে যাচ্ছে জেলা পরিষদের জমি, পথে নামলেন সভাধিপতি!

পুরুলিয়া: সরকারি জমি বেদখল করা যাবে না। কড়ানির্দেশ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেই মত পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। এবার পুরুলিয়ার জেলা পরিষদের পক্ষ থেকেও নেওয়া হল পদক্ষেপ। জেলা পুরুলিয়ায় যত্রতত্র হচ্ছে জমি দখল। কোথাও সরকারি জমিতে গড়ে উঠছে অবৈধ নির্মাণ আবার কোথাও দখল করে নেওয়া হচ্ছে সরকারি জমি। ‌বাদ যাচ্ছে না জেলা পরিষদের জমিও।

আর তাতেই সরব হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। জমি পুনরুদ্ধারের লক্ষ্যে দেখা যাচ্ছে সভাধিপতিকে পথে নামতে। সম্প্রতি পুরুলিয়ার ঝালদায় বিধায়ক সুশান্ত মাহাতো ও কয়েকজন সরকারি আধিকারিকদের নিয়ে ঝালদা শহরের বাস স্ট্যান্ড লাগোয়া এলাকা পরিদর্শন করে দেখেছেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।

আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতি বর্ধমানের এই গ্রামে,হঠাৎই রোগাক্রান্ত বহু মানুষ

এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন , জেলা পরিষদের বেশ কিছু জমি দখল করে নেওয়া হয়েছে। ভূমি দফতরকে মাপঝোক করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট আসার পরেই পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনে এই জায়গা গুলিতে বিকল্প কিছু করার পরিকল্পনা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

শুধু শহর ঝালদা নয়, ইতিপূর্বেও বরাবাজারেও পরিদর্শন করে দেখেছেন সভাধিপতি নিবেদিতা মাহাতো। লক্ষ্য একটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সরকারি জমি বেদখল করা যাবে না। তাই জেলা পরিষদের জমি উদ্ধার করতে পথে নেমেছেন সভাধিপতি।

শর্মিষ্ঠা ব্যানার্জি