বিশাল আকৃতির অজগর উদ্ধার

Python rescued in North Bengal: গাছের মগডালের পাখি বাসায় লুকিয়ে সাক্ষাৎ মৃত্যু! দেখেই ভয়ে সিঁটিয়ে গেলেন গ্রামবাসীরা

জলপাইগুড়ি: গাছের মগ ডাল থেকে উধাও পাখির ছানা! কে সেই চোর? কোনও শিকারি পাখি? না, এই চোর কোনও শিকারি পাখি নয়। বরং, বিশালাকৃতির সরীসৃপ। ওপর থেকে ঝুলছে লেজের অংশ! প্রায় ৫০ ফিট ওপরে গাছে বাসা বেঁধেছে পাইথন! দেখতে পেয়েই চোখ ছানাবড়া স্থানীয়দের।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ-খুনে জড়িত নয় সন্দীপ- অভিজিৎ? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

গাছের মগডালে বাসা বেঁধেছে পাখি! ডিম পেড়ে ছানা হওয়ায় ছানাদের নজরে নজরে রাখছিল মা পাখি। এত পর্যন্ত ব্যপারটা খুবই স্বাভাবিক। কিন্তু এ যে গাছের ডালে পাখির সঙ্গে সাপের বাসা! ক’ দিন ধরেই বাসিন্দারা লক্ষ্য করছিলেন গাছের তলায় হামেশাই পড়ে থাকে পাখির বাসার অংশ। সন্দেহ দানা বাঁধতে উপরে তাকাতেই মাথায় হাত! ৫০ ফুট উঁচুতে গাছের ওপরে মিলল পাইথনের বাসস্থান। আর সেই খেয়ে যাচ্ছে পাখির ছানাদের। খবর পাওয়া মাত্রই মগডাল থেকে পাইথন উদ্ধার পরিবেশবিদ সংগঠনের।

আরও পড়ুন: বিসর্জনের সময় বিপত্তি! গঙ্গায় তলিয়ে গেলেন ৪ জন, রইল ভয়ঙ্কর ভিডিও

জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুর পাড়া এলাকার ঘটনা। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য এলাকা জুড়ে। পাইথনকে দেখতে এবং ক্যামেরাবন্দী করতে ভীড় জমে যায় স্থানীয়দের। এ বিষয়ে পরিবেশ প্রেমী সংগঠনের তরফে বলা হয়েছে, আপাতত সুস্থ রয়েছে এই পাইথনটি। এখন বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। তবে এই এলাকায় এই ধরনের পাইথন কী কারণে আসল সেটাই এখন দেখার বিষয়?