এরপর আরও গতি বাড়িয়ে এই অতি গভীর নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে শুক্রবার থেকে। বৃহস্পতিবার রাতের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

Lightning-Thunderstorm: বজ্রপাতের সময় এই সব কাজ করলেই শেষ! বাজ পড়লেই সাবধান! জানুন বিশেষজ্ঞদের মত

সামনেই নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই প্রত্যেকবার দেখা যায় কালবৈশাখী ঝড় আর তার সঙ্গে বৃষ্টি।মেঘলা আকাশ আচমকাই বিদ্যুতের ঝলকানি, আর প্রবল বাজ পড়ার শব্দে কান ঝালাপালা হয়ে যায়।পশ্চিমবঙ্গ শুধু নয়, দেশের বিভিন্ন রাজ্যে  বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। photo source collected 
সামনেই নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই প্রত্যেকবার দেখা যায় কালবৈশাখী ঝড় আর তার সঙ্গে বৃষ্টি।মেঘলা আকাশ আচমকাই বিদ্যুতের ঝলকানি, আর প্রবল বাজ পড়ার শব্দে কান ঝালাপালা হয়ে যায়।পশ্চিমবঙ্গ শুধু নয়, দেশের বিভিন্ন রাজ্যে  বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। photo source collected
ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা গত দুই থেকে তিন বছরে অনেকটাই বেড়েছে। কেন এই ঘন ঘন বাজ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কীভাবে, কতটা সাবধান থাকতে হবে, এইসব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন  জে.এম. প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা সুচেতা দাস।
ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা গত দুই থেকে তিন বছরে অনেকটাই বেড়েছে। কেন এই ঘন ঘন বাজ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কীভাবে, কতটা সাবধান থাকতে হবে, এইসব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন  জে.এম. প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা সুচেতা দাস।
প্রচণ্ড ঝড় ও বিদ্যুতের ঝলকানি শুরু হলে সাবধান থাকতে হবে। যদি বাড়ির বাইরে বা কোনও ফাঁকা জায়গায় থাকেন, তাহলে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করুন।
প্রচণ্ড ঝড় ও বিদ্যুতের ঝলকানি শুরু হলে সাবধান থাকতে হবে। যদি বাড়ির বাইরে বা কোনও ফাঁকা জায়গায় থাকেন, তাহলে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করুন।
না হলে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন। কোনও কংক্রিটের আচ্ছাদনের নীচে আশ্রয় নেওয়াই ভাল, কোনও গাছ বা ইলেকট্রিক পোল এর নীচে ভুল করেও নয়।বজ্রপাতের সময় গাছপালা, উঁচু টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটির ধারে কাছে থাকা ভয়ঙ্কর বিপজ্জনক। চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা বিপজ্জনক।
না হলে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন। কোনও কংক্রিটের আচ্ছাদনের নীচে আশ্রয় নেওয়াই ভাল, কোনও গাছ বা ইলেকট্রিক পোল এর নীচে ভুল করেও নয়।বজ্রপাতের সময় গাছপালা, উঁচু টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটির ধারে কাছে থাকা ভয়ঙ্কর বিপজ্জনক। চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা বিপজ্জনক।
এছাড়াও যখন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে ঠিক সেই সময় বাড়ির ইলেকট্রিকের লাইন সবকিছু বন্ধ করে দিন। প্লাগ থেকে খুলে রাখুন টিভি,ফ্রিজ অথবা অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের তার। এর পাশাপাশি যখন প্রচন্ড পরিমানে বজ্রপাত হবে সেই সময় আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি ব্যবহার থেকে এড়িয়ে থাকুন।যদি সম্ভব হয় তাহলে সেই সময়টুকু মোবাইল ফোনের সুইচ বন্ধ রাখুন।ভুল করেও মোবাইলে চার্জ দিয়ে কথা বলবেন না।
এছাড়াও যখন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে ঠিক সেই সময় বাড়ির ইলেকট্রিকের লাইন সবকিছু বন্ধ করে দিন। প্লাগ থেকে খুলে রাখুন টিভি,ফ্রিজ অথবা অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের তার। এর পাশাপাশি যখন প্রচন্ড পরিমানে বজ্রপাত হবে সেই সময় আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি ব্যবহার থেকে এড়িয়ে থাকুন।যদি সম্ভব হয় তাহলে সেই সময়টুকু মোবাইল ফোনের সুইচ বন্ধ রাখুন।ভুল করেও মোবাইলে চার্জ দিয়ে কথা বলবেন না।
তবে বজ্রপাতের পিছনে কারণ কী? এ বিষয়ে রামপুরহাট  স্কুলের ভূগোল শিক্ষক মেঘদূত রায়, জানান বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয় এবং চারপাশে পরিবেশের তাপমাত্রা যদি বাড়ে, তাহলে সেই আর্দ্র ও উত্তপ্ত বায়ু দ্রুতগতিতে ঠান্ডা হয়ে মেঘের  সৃষ্টি হয়।দেখা যায়, বায়ুমণ্ডলের উপরের অংশের তাপমাত্রা নীচের তুলনায় কম থাকে। তাই এই বজ্রগর্ভ মেঘের প্রবাহ নীচ থেকে উপরের দিকে হয়, যাকে বলে থান্ডার ক্লাউড।
তবে বজ্রপাতের পিছনে কারণ কী? এ বিষয়ে রামপুরহাট  স্কুলের ভূগোল শিক্ষক মেঘদূত রায়, জানান বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয় এবং চারপাশে পরিবেশের তাপমাত্রা যদি বাড়ে, তাহলে সেই আর্দ্র ও উত্তপ্ত বায়ু দ্রুতগতিতে ঠান্ডা হয়ে মেঘের  সৃষ্টি হয়।দেখা যায়, বায়ুমণ্ডলের উপরের অংশের তাপমাত্রা নীচের তুলনায় কম থাকে। তাই এই বজ্রগর্ভ মেঘের প্রবাহ নীচ থেকে উপরের দিকে হয়, যাকে বলে থান্ডার ক্লাউড।
এই মেঘের মধ্যে জলীয় বাষ্পের বাড়তে থাকলে তাদের মধ্যে আলোড়ন তৈরি হয়, ফলে ছোট ছোট জলকণা, তুষারকণা তৈরি হয়। এদের মধ্যে সংঘর্ষের ফলেই বৈদ্যুতিক আধার তৈরি হয়। (তথ্য: সৌভিক রায়)
এই মেঘের মধ্যে জলীয় বাষ্পের বাড়তে থাকলে তাদের মধ্যে আলোড়ন তৈরি হয়, ফলে ছোট ছোট জলকণা, তুষারকণা তৈরি হয়। এদের মধ্যে সংঘর্ষের ফলেই বৈদ্যুতিক আধার তৈরি হয়। (তথ্য: সৌভিক রায়)