লকেট চট্টোপাধ্যায়

Locket Chatterjee: মাথায় আছে ‘হাত’, প্রার্থী তালিকা ঘোষণা হতেই ‘ফর্মে’ লকেট! নিজের ঘরেই কঠিন লড়াই

হুগলি: আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে সকল রাজনৈতি দল। জেলার তিন লোকসভা নির্বাচন কেন্দ্রের মধ্যে আবার হুগলি লোকসভা থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

হুগলি লোকসভা আসনে গত বারের সাংসদ ও ছিলেন তিনি। ভোটের দামামা বাজতেই ঠাসা কর্মসূচি নিয়ে ময়দানে লকেট চট্টোপাধ্যায়। তবে সব কাজের মধ্যেও শ্রদ্ধাভরে পূজা অর্চনার জন্য সময় বের করেন তিনি।

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

সোমবার সকালে দেওয়াললিখন সেরে শিব ও কালী দুই মন্দিরে পুজো দেন তিনি। প্রথমে ত্রিবেণী বেনিমাধবতলা মন্দিরে শিব পুজো করেন তিনি। পরে সেখান থেকে চলে যান বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। ভক্তি শ্রদ্ধাজ্ঞাপনে ও পূজার্চনায় এতটুকু খামতি হয়নি তাঁর সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে। পুজোর পর তাঁর কর্মসূচিতে ব্যারিকেড ভেঙে কমিশনারেট অফিস অভিযানে নামেন তিনি যুব মোর্চার সঙ্গে।

আরও পড়ুন: ‘রোজা’ বললেই যে মুখটা ভেসে ওঠে সেই মধু কেন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন জানেন? মারাত্মক দোষ ছিল একজনের!

তবে তারপরও আবার পূজাার্চনা। দুপুরে তাঁর যাওয়ার কথা রয়েছে বলাগোরের শ্রীপুরে সূর্য পূজা দিতে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায়ের দাবি, যদি তিনি আবারও নির্বাচিত হন তাহলে নারী সুরক্ষা, বেকারত্ব ও আরও একাধিক ইস্যুতে কাজ করবেন তিনি। তাঁর কথায় উল্লেখযোগ্য ভাবে উঠে আসে সিঙ্গুর প্রসঙ্গ, বেকারত্বের কথা ও নারীদের প্রতি সুরক্ষার কথা।

রাহী হালদার