ঢাকি সেতু 

Local News: ৭ বছর আগে তৈরি সেতু এবার ব্যবহার করা যাবে, এত দেরি কেন জানেন?

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন পর জোরকদমে শুরু হয়েছে ঢাকি ব্রিজের অ্যাপ্রোচ রোড তৈরির কাজ। যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই কাজ শেষ হয়ে যাবে বলে মত প্রাশাসনিক কর্তাদের অ্যাপ্রোচ রোড না থাকায় সেতু তৈরির ৭ বছর পরও চালু করা যায়নি ঢাকির মুখের সেতুটিকে। যার ফলে অসুবিধায় পড়ছিলেন স্থানীয়রা। নতুন সেতু থাকা সত্ত্বেও এখানকার বাসিন্দাদের খেয়া পারাপার করতে হচ্ছিল।

আরও পড়ুন: সাধারণের আঁকা ছবি ঠাঁই পাবে পর্যটন দফতরের গেস্ট হাউসে

২০০৮ সালে কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া ও রায়দিঘি বিধানসভার পূর্বজটার সংযোগকারী এই সেতু নির্মাণের জন‍্য অনুমোদন দিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ। এরপরই সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু মাঝপথে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে দেওয়ায় বেশ কয়েকবছর সেতু নির্মাণের কাজ বন্ধ ছিল। ২০১৩ সালে আবারও কাজ শুরু হয়।আবারও সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে ১৬ কোটি টাকা মঞ্জুর করা হয়। জোরকদমে শুরু হয় এই কাজ। ২০১৭ সালের নভেম্বর মাসে সেতুর নির্মাণ শেষ হয়‌। কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অ্যাপ্রোচ রোড না তৈরি হওয়ায় সমস্যা থেকে গিয়েছিল। মূলত সেতুর দুই প্রান্তের জমির মালিকরা রাজি না হওয়ায় জমির অভাবে অ্যাপ্রোচ রোড তৈরি করা যাচ্ছিল না বলে জানা গিয়েছে। এর ফলে জমিজটে এই অ্যপ্রোচ রোড তৈরির কাজ আটকে ছিল। অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে। এই সেতু চালু হলে উপকৃত হবেন চুপড়িঝাড়া, নলগোড়া, মনিরতট, কনকনদিঘি সহ একাধিক এলাকার কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। সেতু চালু হলে যোগাযোগ ব‍্যবস্থা আরও দ্রুততর হবে। অসুস্থ রোগী ও স্কুল ছাত্রছাত্রীরা আরও উপকৃত হবেন। সম্প্রতি অ্যাপ্রোচ রোডের জন্য জমিজটের সমস্যা মিটেছে। তারপর জোরকদমে শুরু হয়েছে অ্যপ্রোচ রোড তৈরির কাজ। ফলে খুশি সকলেই।

নবাব মল্লিক