প্রথম প্রার্থী হয়েই সেলিব্রেটি, পেলেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা 

Lok Sabha Election 2024: প্রথমবার প্রার্থী হয়েই সেলিব্রেটি, পেলেন এক্স ক্যাটিগরির নিরাপত্তা 

বসিরহাট: প্রথম প্রার্থী হয়েই সেলিব্রেটি, পেলেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। সন্দেশখালি প্রত্যন্ত গ্রামের জলা বেষ্টিত এলাকায়, সন্দেশখালি আন্দোলন থেকে উঠে এসে বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরহাটের বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। প্রত্যন্ত গ্রামের গায়ের বধু থেকে যেন রাতারাতি সেলিব্রিটি।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের শেষ দফা ভোটের আগে জোরদার প্রচারে মমতা! টার্গেট পাঁচ লোকসভা আসন

প্রার্থী তালিকায় রেখা পাত্রের নাম উঠে আসার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের ইতিমধ্যে স্পর্শকাতর কিনা তা নজরে রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় নির্বাচনে প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এক্স ক্যাটিগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্রে খবর, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দেবেন রেখা পাত্রকে। সন্দেশখালির ঘটনা ঘিরে সরগরম রাজনীতির ময়দান। শাহজাহানের গ্রেফতারের পরও সন্দেশখালি থেকে সম্প্রতি বোমা, অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল এনএসজি। এই আবহে রেখাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল। বসিরহাটে ভোট ১ লা জুন। তবে এবার নিরাপত্তা বলায়ের পাশাপাশি লোকসভা নির্বাচনে জয়ের পথে কতটা এগোবেন তার সময়ই বলবে।

জুলফিকার মোল্যা