মোদি-মমতা

Lok Sabha Election 2024: উত্তর কলকাতা দখলে যুযুধান দুই পক্ষই! মঙ্গলে মোদির রোড শো, বুধে মমতার 

কলকাতাঃ উত্তর কলকাতা লোকসভা আসন নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার প্রার্থীর হয়ে ফের রোড শো করবেন। এর আগে তিনি বউবাজার ও বড়বাজারে সভা করেছেন। রোড শো করেছেন বেলেঘাটায়। সভা করেছেন বিজেপি প্রার্থী তাপস রায়ের বাড়ির এলাকায়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ে এই সভা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। উত্তর কলকাতা লোকসভা আসনে ভোটের অঙ্ক নিয়ে চাপে থাকার কথা নয় তৃণমূলের।চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটার মতো বিধানসভা ২০১৯ সালে ব্যাপক লিড দিয়েছে সুদীপকে। আবার জোড়াসাঁকো বিধানসভায় ২০১৯ সালে পিছিয়ে থেকেও ২০২১ সালে ভালো লিড এসেছে।

আরও পড়ুনঃ সোমে সারাদিন চলল বৃষ্টি! মঙ্গলে কেমন থাকবে আবহাওয়া? ফের ভাসবে বাংলা? আপডেট দিল হাওয়া অফিস

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তবে, চলতি লোকসভায় সুদীপ বন্দ‍‍্যোপাধ‍্যায় ঘিরে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ যেদিকে দাঁড়িয়ে আছে দলের অন্দরে, তা নিয়ে সাবধানী তৃণমূল।এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ, মঙ্গলবার রোড শো করবেন উত্তর কলকাতায়। মিছিল করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও।কলকাতা পুরসভার ৪০, ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর ওয়ার্ড এলাকায় তাপস রায় এতদিন রাজনীতি করেছেন। ফলে ওই ওয়ার্ডগুলির ভোটে কী হবে, তা নিয়ে তৃণমূলের মধ্যে আলোচনা রয়েছে। এছাড়া জোড়াসাঁকো এলাকা নিয়ে বিশেষ ভাবনা তাদের আছে। উত্তরে তাই সুদীপের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দলের অন্দরের রাজনৈতিক সমীকরণ।

কলকাতা উত্তর ২০১৯চৌরঙ্গী তৃণমূল কংগ্রেস ৬৫,৪৪৫বিজেপি ৩৮,৮৮৫এন্টালিতৃণমূল কংগ্রেস ৮৯,৭১১বিজেপি ৪৮,৩৯১বেলেঘাটাতৃণমূল কংগ্রেস ৯৭,৫৮৩বিজেপি ৪৬,৬৮১জোড়াসাঁকোতৃণমূল কংগ্রেস ৪৭,২৬৫বিজেপি ৫১,১৪৭শ্যামপুকুরতৃণমূল কংগ্রেস ৪৬,৭৩৫বিজেপি ৪৮,৯০৫মানিকতলাতৃণমূল কংগ্রেস ৬১,১৩৪বিজেপি ৬০,২৭৩কাশিপুর – বেলগাছিয়াতৃণমূল কংগ্রেস ৬৬,৬১৭বিজেপি ৫৩,০২৫
ব্যবধান ছিল ১,২৭,০৫৯——কলকাতা উত্তর২০২১ চৌরঙ্গী তৃণমূল কংগ্রেস ৭০,১০১ বিজেপি ২৪,৭৫৭ এন্টালি- তৃণমূল কংগ্রেস ১,০১,৭০৯ বিজেপি ৪৩,৪৫২ বেলেঘাটা তৃণমূল কংগ্রেস ১,০৩,১৮২ বিজেপি ৩৬,০৪২জোড়াসাঁকো তৃণমূল কংগ্রেস ৫২,১২৩বিজেপি  ৩৯,৩৮০ শ্যামপুকুর তৃণমূল কংগ্রেস ৫৫,৭৮৫- বিজেপি ৩৩,২৬৫ মানিকতলা তৃণমূল কংগ্রেস ৬৭,৫৭ ৭বিজেপি ৪৭,৩৩৯ কাশিপুর – বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস ৭৬,১৮২ বিজেপি ৪০,৭৯২———-এরই মধ্যে আলিমুদ্দিন ষ্ট্রীট সংলগ্ন এলাকায় হাজারখানেক তৃণমূল কংগ্রেস কর্মীর কংগ্রেসে যোগ।বেলেঘাটায় তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির জোরদার লড়াই। আকর্ষণীয় করে তুলেছে উত্তর কলকাতা লোকসভা আসনকে।