চলছে প্রচার

Lok Sabha Election 2024: এবার দক্ষিণ ২৪ পরগনায় সর্বশক্তি প্রয়োগ সিপিআইএম-এর, সঙ্গে রয়েছে কংগ্রেস

দক্ষিণ ২৪ পরগনা: শেষ দফা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সর্বশক্তি প্রয়োগ করে প্রচার শুরু করল সিপিআইএম নেতৃত্বরা। বামেদের সঙ্গে রয়েছে কংগ্রেস। এমনই ছবি উঠে আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এই জেলায় কংগ্রেস আলাদাভাবে কোনও প্রার্থী দেয়নি। সিপিআইএম-এর সঙ্গে জোটে রয়েছে তারা।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় শেষ দফায় রয়েছে ভোট। আর তার আগেই একাধিক সভা করার পরিকল্পনা রয়েছে জোটের। ইতিমধ্যে সিপিআইএম-এর পক্ষ থেকে মহ: সেলিম ও কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায় একসঙ্গে রোড শো করে সেই বার্তাই দিয়েছেন। রোড শোয়ে প্রচুর মানুষজন অংশগ্রহণ করছেন। রোড শোয়ের প্রথম গাড়িতে থাকছে সিপিআইএম এর প্রতীক।

এরপর একে একে জেলায় আসবেন মীনাক্ষী, দিপ্সিতার মত তরুণ তুর্কিরাও। জোটের পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলির মত এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় তারা। সর্বশক্তি নিয়োগ করে তারা শেষ দফা নির্বাচনে অংশগ্রহণ করবে ইতিমধ্যে তারা সেই কথাই বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ Lok Sabha Election 2024: শেষ দফা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সর্বশক্তি প্রয়োগ করে প্রচার শুরু করল সিপিআইএম নেতৃত্বরা। বামেদের সঙ্গে রয়েছে কংগ্রেস। 

এ নিয়ে মহ: সেলিম জানিয়েছেন,”মানুষের কাছে আবেদন করতে এসেছি শান্তির জন্য ভোট দিক, শান্তিতে ভোট দিক সকলে। যার ভয়ে তুমি ভীত সে ভীরু তোমার চেয়ে। সেজন্য মানুষকে চোর ধরো জেল ভরো বলেছি।” এখন দেখার শেষ দফায় সিপিআইএম-এর এই টনিক ভোটবাক্সে কতটা কাজে লাগে।

নবাব মল্লিক