বারুইপুরে পোস্টারের পাল্টা পোস্টার! পুরসভার রাস্তা ঘিরে জোর তরজা

Lok Sabha Election 2024: বারুইপুরে পোস্টারের পাল্টা পোস্টার! পুরসভার রাস্তা ঘিরে জোর তরজা

দক্ষিণ ২৪ পরগনা: পোস্টার ও পাল্টা পোস্টার দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিবার ভোট এলেই রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেওয়া হয় আর ভোট মিটলেই কাউকেই প্রতিশ্রুতি পুরণের জন্য পাওয়া যায় না ৷

ফলে দুর্ভোগের মধ্যে এলাকার বাসিন্দারা ৷ বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়ায় কার্যত দু্:সাধ‍্য ব্যাপার হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ ভোট মিটলেই রাস্তা করে দেওয়া হবে বলে অবশ্য জানিয়েছেন এলাকার কাউন্সিলার ৷

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

বামনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘মানুষকে ভয় দেখাতেই এই ধরনের পোস্টার ৷ এটা তৄণমুল কংগ্রেসের ঔদ্ধত্যের প্রকাশ বলে তার অভিযোগ ৷ বামেদের দাবির সঙ্গে সহমত বলেই জানান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলি। তবে সিপিএমকে কটাক্ষ করে তিনি এও বলেন দুজনেই ইণ্ডিয়া জোটে আছে ফলে তৃণমুলকে বিষয়টি জানাক সিপিএম।

আরও পড়ুন: গরমে সারাদিন চলছে এসি, হু হু করে ইলেকট্রিক বিল বাড়ার ভয়? এই নিয়ম মেনে চালালেই কেল্লাফতে, বিল আসবে অনেক কম

এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে লোকসভা নির্বাচনের আগে এলাকা জুড়ে পোস্টার দেওয়া হয় সিপিআইএম-এর পক্ষ থেকে ৷ বামেরা পোস্টার দিতেই শুরু হয় গুঞ্জন ৷ নাগরিকদের সঠিক পরিষেবা দেওয়া দরকার ৷ রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ৷

শাসকদলের পক্ষ থেকে রাস্তা সারানোর ক্ষেত্রে অপেক্ষা করার যে পোস্টার দেওয়া হয়েছে তাকে কটাক্ষ করেছেন এলাকার বাসিন্দা রাজু সরদার ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন রাস্তা সারানো না হলে বৄষ্টি হলেই তাদের দুর্ভোগের মধ্যে পড়তে হয় ৷ এলাকার আরেক বাসিন্দা দীপক কয়াল বলেন, ‘‘রাস্তা ও নিকাশী ব্যবস্থা যেন দ্রুত ঠিক করা হয় ৷ কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় ৷’’

রাস্তা সারানোর যে পোস্টার দেওয়া হয়েছে তা মন রক্ষার জন্যই করা হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দা দীপঙ্কর ঘরামি ৷ এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা কাশীচরণ দাস বলেন, ‘‘বিগত ১০ বছরেরও বেশী সময় ধরে এই দুর্ভোগ তাদের সহ্য করতে হচ্ছে ৷ বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনও কাজ করা হচ্ছে না বলে জানান তিনি ৷’’

রাস্তা খারাপের কথা মেনে নিয়েছেন এলাকার বাসিন্দা অপরাজিতা দাস ৷ তিনি একাধিকবার পুরসভায় দরবার করলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ৷ তবে ভোট মিটলে রাস্তার কাজ যাতে দ্রুত হয় তার উদ্যোগ তিনি নেবেন বলে জানান ৷

সুমন সাহা