তিন প্রার্থী 

Lok Sabha Election 2024: মুর্শিদাবাদ লেকসভা কেন্দ্রে এবার কি ত্রিমুখী লড়াই? কী বলছেন ভোটাররা?

মুর্শিদাবাদ: আগামী তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করা। মুর্শিদাবাদ লোকসভা মুলত বর্তমানে শাসকদল তৃণমূলের দখলে। তবে পর্যটকদের মানচিত্রের অন্যতম ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর। মুর্শিদাবাদ লোকসভার অধীনে হাজারদুয়ারী প্যালেস থেকে নবাবের শহর সবকিছুই। মুর্শিদাবাদ, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, জলঙ্গি, হরিহরপাড়া নদীয়া জেলার করিমপুর নিয়ে গঠিত এই লোকসভা।

মুর্শিদাবাদ লোকসভাতে মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ৯১জন। তার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ৬২ হাজার ১৭৭ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৯লক্ষ ২৫হাজার ৮৮৬জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২৮জন। ২০১৪ সালে বামেদের দখলে থাকলেও ২০১৯ সালে এই লোকসভা দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবছর ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন। একদিকে বাম ও কংগ্রেসের সমর্থন নিয়ে ভোটে লড়াই করছেন মহম্মদ সেলিম, অন্যদিকে ঘাস ফুল প্রতিক চিহ্নে লড়াই করছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান। তবে পদ্ম আস্থা রেখেছে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের ওপরে।

মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের ওপরে ভরসা করে পদ্ম শিবির এখানে পদ্ম ফোটাতে মরিয়া। সাধারণ ভোটাররা চাইছেন পরিবর্তন হোক এই লোকসভা কেন্দ্রে। অন্যদিকে বিদায়ী সাংসদ আবু তাহের খানের ওপরেও ভরসা রাখছেন অনেকে।যদিও ভোটারদের দাবি, শান্তিপূর্ণ নির্বিঘ্নে নির্বাচন হোক এই লোকসভা কেন্দ্রে। বোমা গুলির আওয়াজ নয়। ভোট হোক উৎসবের মেজাজে। যদিও ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব।

কৌশিক অধিকারী