চাঁদিফাটা রোদ উপেক্ষা করেই চলছে প্রচার! ভোটের ময়দানে সরগরম বসিরহাট

Lok Sabha Election 2024: চাঁদিফাটা রোদ উপেক্ষা করেই চলছে প্রচার! ভোটের ময়দানে সরগরম বসিরহাট

বসিরহাট: চৈত্রের দাবদহে ভোট প্রচারে সরগরম বসিরহাট। তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি। চৈত্রের এই দাবদহে ভোট প্রচারে সরগরাম হয়ে উঠল বসিরহাট। বছরের প্রথম থেকেই সন্দেশখালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালি বিধানসভা পড়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে।

বসিরহাট লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের পোড়খাওয়া রাজনৈতিক প্রার্থী হাজী নুরুল ইসলাম। অপরদিকে সন্দেশখালির মাটি থেকে আন্দোলনের মুখ হিসাবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। সন্দেশখালি পর্বের পর সভা নির্বাচন ঘোষণা হতেই এই আসন এখন জাতীয় আকর্ষণের কেন্দ্রে।

আরও পড়ুন: সোনাদানা নয়, কোনও ধাতুও নয়! কাপড়ের গয়নাতেই বাজিমাত, দামও খুবই কম

এদিন বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার দুলদুলি, বরুণহাট-সহ বিভিন্ন এলাকায় প্রচারে নামতে দেখা যায় হাজী নুরুল ইসলামকে, অন্যদিকে প্রাচীন ঐতিহ্যবাহী টাকির কুলেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে সারলেন রেখা। প্রবল গরমকে উপেক্ষা করে দুজনেই সমানতালে প্রচার অভিযান চালান।

বিজেপি প্রার্থীর রেখা পাত্র এলাকার মহিলাদের সঙ্গে জনসংযোগ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে হাজী নুরুল ইসলাম রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারে মাধ্যমে ভোট প্রচারের অস্ত্র হিসাবে তুলে ধরেছেন। ভোট প্রচার যেমন তুঙ্গে ঠিক তেমনভাবে জেতার বিষয়ে আশাবাদী বিজেপি তৃণমূল দুই রাজনৈতিক দলের প্রার্থীই।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। যদিও নির্বাচনে জয় এর পরে এলাকায় তেমনভাবে তাকে অনেকে দেখতে পাননি বলে অভিযোগ। তবে এবার লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু সন্দেশখালি। সেই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি বিধানসভা। সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মত জয়ের পারদেকে শীর্ষে থাকেন তা সময়ই বলবে।

জুলফিকার মোল্যা