এই ভোটে সাধারণ মানুষ যা চাইছে

Lok Sabha Election 2024: এবারের নির্বাচনে সাধারণ মানুষের নজর কোন দিকে? দেখুন কী বলছেন সর্বস্তরের মানুষ!

হাওড়া: নির্বাচনে মানুষের নজর কোন দিকে? মানুষ কী চাইছে? জেলা থেকে শহর, মানুষের মন জয় করতে প্রচার অভিযান চলছে তুমুল গতিতে। শুরু থেকে প্রচারে জোর টেক্কা দিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। জনসভা পদযাত্রার পাশাপাশি মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা।

এদিকে এই ভোটের মহড়ায় শান্তি বজায় রাখতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মজুত, শান্তি বজায় রাখতে শুরু হয়েছে পুলিশের টহলদারি। মিটিং মিছিল থেকে নানা বিষয়কে সামনে রেখে ভোটের প্রচার অভিযান শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলির।

সবে পঞ্চায়েত নির্বাচনের রেশ কেটেছে। সে সময় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মানুষ চাক্ষুষ করেছে। ফের আরও একটি ভোট। মানুষ চাইছে শান্তির ভোট হোক। নাগরিকরা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আর তাতেই যে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। যে দলেরই প্রার্থী জয়ী হোক, মানুষের চাইছে শান্তির ভোট, উন্নয়ের ভোট।শিক্ষক শ্রমিক ফেরিওয়ালা থেকে সমাজের সর্বস্তরের মানুষের দাবি এই ভোট হোক শান্তি এবং উন্নয়নের।

রাকেশ মাইতি