দাসপলসা গ্রাম

Birbhum News: বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বরের বাসিন্দারা কী বলছেন ভোট নিয়ে!

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন আর হাতে মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় দফায় নির্বাচন। চতুর্থ দফায় সামনের মাসের ১৩ তারিখ লোকসভা নির্বাচন বীরভূমে। একদিকে বৈশাখ মাসের প্রথম থেকেই তীব্র দাবদাহ তার মধ্যে প্রচার চালাতে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে। রাজনৈতিক ময়দানে এবং রাজনৈতিক যুদ্ধে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার কর্ম চালাচ্ছেন।

আরও পড়ুনঃ চা-কফি ছাড়ুন, গরমে সকাল-বিকেল খান ঘরে তৈরি এই পানীয়! রোদ ছুঁতে পারবে না, শরীর থাকবে ঠান্ডা

ভোট আসে ভোট যায়, ঠিক যেমন গল্পে রয়েছে রাজা আসে রাজা যায়। কিন্তু দীর্ঘ পাঁচ বছরে বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে কতটা উন্নয়ন হয়েছে। কী রয়েছে সেই এলাকার বাসিন্দাদের দাবি, কী চাইছেন তাঁরা। এই বিষয়ে খোঁজ নিয়েছি লোকাল ১৮। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী শ্যামলী প্রধান। তাঁদের কাছে কী দাবি রাখছে সেই এলাকার মানুষজন।

তবে, এই এলাকার বাসিন্দাদের দাবি তাঁরা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। মুখ্যমন্ত্রীর যে সকল প্রকল্প রয়েছে সে প্রকল্পের মধ্যে অনেক প্রকল্পের আওতায় রয়েছেন তাঁরা। আবার অন্যদিকে দাঁড়িয়ে অনেক গ্রামবাসীদের দাবি মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। যেমন লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা। ওই এলাকার বিভিন্ন মানুষের দাবি ভোটযুদ্ধের ময়দানে যেই জয়ী হোক বা না হোক,তাঁদের অভাব অভিযোগপূরণ করা হোক।

দীর্ঘ পাঁচ বছর পর পালিত হয় লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। সমস্ত রাজনৈতিক দল একে অপরকে টেক্কা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বৈশাখ মাসের এই ৪৫ ডিগ্রির তাপমাত্রাতে রাজনৈতিক ময়দানে যুদ্ধ অব্যাহত। এখন দেখার বিষয় জনগণ কাকে জয়ী করে।

সৌভিক রায়