কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল৷ ওই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়ের নাম শোনা যাচ্ছে৷

North Kolkata Election Results 2024 : উত্তর কলকাতায় ‘নীরব বিপ্লবের’ পথে সুদীপ, দল বদলে লড়াই করে ২৫ হাজার ভোটে পিছিয়ে তাপস

কলকাতা: লোকসভা ভোটের আগেই দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়ে লড়েছিলেন লোকসভা ভোটে। তাপস রায়ের দল বদলের পড়ে উত্তর কলকাতার রাজনীতিতে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু সমস্ত কিছুর পরেও নীরব ছিলেন সুদীপ। এমনকী উত্তর কলকাতার ভোটের দিনও সুদীপকে বিজেপির প্রার্থী তাপসকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যা বলার ফলাফলের দিন বলবেন।

প্রচারে বেরিয়ে তাপস রায়কে নিয়েও তেমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উত্তর কলকাতার মানুষ ভরসা রেখেছন তাপস রায়ের উপর। ২০০৯ সাল থেকে উত্তর কলকাতার উত্তর তাপস রায়। চতুর্থ রাউন্ড পর্যন্ত গণনার শেষে ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন। এ বার জিতলে পাঁচ বারের সাংসদ হতে পারেন সুদীপ। কলকাতা বরাবরই তৃণমূলের গড়, এ বারও বজায় থাকতে পারে সেই ধারা।

রাজ্যেও খুবই ভাল ফল করছে তৃণমূল। এখনও পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের ফলের পরে ইন্ডিয়া জোটের পাশে থাকবে তৃণমূল। পূর্ণ ফল প্রকাশ হলে কী হয় সেটাই দেখার।