Tag Archives: West Bengal election results

West Bengal Election Results 2024 TMC Winner List: তৃণমূলের নতুন মুখের জয়-জয়কার লোকসভায়! কারা কারা আছেন তালিকায়? দেখুন লিস্ট

কলকাতা: লোকসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশের সময়ই মোট ২৬টি নতুন মুখ এনে বাংলাকে চমকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রার্থিতালিকায় ছিল একের পর এক চমক। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। কীর্তি আজাদ থেকে জগদীশ বসুনিয়ার মতো নাম দিয়েছিল চমক। এবার ফল প্রকাশের পরেও দেখা গেল একগুচ্ছ নতুন মুখ পেতে চলেছেন বাংলা থেকে নতুন সাংসদ পদ। আর সেই তালিকাও বেশ লম্বা। চলুন দেখে নেওয়া যাক একনজরে।

১) জগদীশ বসুনিয়া
২) ইউসুফ পাঠান
৩) বাপি হালদার
৪) অরুপ চক্রবর্তী
৫) কালীপদ সোরেন
৬) জুন মালিয়া
৭) পার্থ ভৌমিক
৮) শর্মিলা সরকার
৯) মিতালি বাগ
১০) রচনা বন্দোপাধ্যায়
১১) সায়নী ঘো

প্রসঙ্গত, ২০২৪ -এ তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু পুরনো সংসদ সদস্যকে প্রার্থী করা হয়। প্রার্থী তালিকা ঘোষণার পর পর এই তালিকা নিয়ে ওঠে নানা মহলের নানা প্রশ্ন। আলোচনায় প্রশ্ন ওঠে বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেস ভাল প্রার্থী না দিয়ে বিজেপি, এমনকি কংগ্রেসকে জমি ছেড়ে দিচ্ছে না তো? কিন্তু ফল ঘোষণা হতে দেখা যাচ্ছে মমতা-অভিষেকের আস্থা তাঁদের নিরাশ করেনি। মোট ১১ নতুন মুখ সংসদ ভবনের পোডিয়াম চমকাতে চলেছেন আগামী দিনে।

Darjeeling Tour: ভোট গণনা তো কী! ঘুরতে কি আর রোজ রোজ আসা হয়, দার্জিলিং ম্যালে দারুণ মজায় পর্যটকরা, রইল Photo

আড়াই মাসের যজ্ঞ! সাত দফার ভোট শেষে গণনা শুরু হয়ে গিয়েছে। তবে এর মাঝেও দার্জিলিংয়ে পর্যটক কিন্তু কম হয়নি। পাহাড়ে প্রায় সব হোটেল এখন ফুল।
আড়াই মাসের যজ্ঞ! সাত দফার ভোট শেষে গণনা শুরু হয়ে গিয়েছে। তবে এর মাঝেও দার্জিলিংয়ে পর্যটক কিন্তু কম হয়নি। পাহাড়ে প্রায় সব হোটেল এখন ফুল।
গরমে রেহাই পেতে পাহাড়ি শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটাতে সকলেই এখন পাহাড়ে। একদিকে যখন ভোট গণনা চলছে সেখানে দার্জিলিং ম্যালে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
গরমে রেহাই পেতে পাহাড়ি শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটাতে সকলেই এখন পাহাড়ে। একদিকে যখন ভোট গণনা চলছে সেখানে দার্জিলিং ম্যালে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
হোটেল সমস্ত বুক রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট খুশি। ভোট গণনা চললেও তার বিন্দুমাত্র রেশ পাহাড়ের পর্যটন পড়েনি।
হোটেল সমস্ত বুক রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট খুশি। ভোট গণনা চললেও তার বিন্দুমাত্র রেশ পাহাড়ের পর্যটন পড়েনি।
আড়াই মাসের যজ্ঞ! সাত দফার ভোট শেষে গণনা শুরু হয়ে গিয়েছে। তবে এর মাঝেও দার্জিলিংয়ে পর্যটক কিন্তু কম হয়নি। পাহাড়ে প্রায় সব হোটেল এখন ফুল।
আড়াই মাসের যজ্ঞ! সাত দফার ভোট শেষে গণনা শুরু হয়ে গিয়েছে। তবে এর মাঝেও দার্জিলিংয়ে পর্যটক কিন্তু কম হয়নি। পাহাড়ে প্রায় সব হোটেল এখন ফুল।
গরমে রেহাই পেতে পাহাড়ি শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটাতে সকলেই এখন পাহাড়ে। একদিকে যখন ভোট গণনা চলছে সেখানে দার্জিলিং ম্যালে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
গরমে রেহাই পেতে পাহাড়ি শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটাতে সকলেই এখন পাহাড়ে। একদিকে যখন ভোট গণনা চলছে সেখানে দার্জিলিং ম্যালে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
হোটেল সমস্ত বুক রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট খুশি। ভোট গণনা চললেও তার বিন্দুমাত্র রেশ পাহাড়ের পর্যটন পড়েনি।
হোটেল সমস্ত বুক রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট খুশি। ভোট গণনা চললেও তার বিন্দুমাত্র রেশ পাহাড়ের পর্যটন পড়েনি।

West Bengal Election Results 2024: একেবারে অন্য পিচ! অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স ইউসুফ পাঠানের, পাঠান ভাই এগিয়ে বিপুল ভোটে

West Bengal Election Results 2024: কোনওদিন রাজনীতির পথ ধরে হাঁটেননি৷ স্বচ্ছন্দ ছিলেন ক্রিকেটের ময়দানে৷ ভারতীয় দলের জার্সিতে পারফরম্যান্স তারপর কেকেআরের জার্সিতে বাঙালির ঘরের ছেলে হয়ে ওঠা ইউসুফ পাঠান এবার ভোটের বাজারেও কামাল করে দেখানো শুরু করলেন ইউসুফ পাঠান (Yousuf Pathan Leads)৷

বহরমপুর লোকসভা আসনে  নবম রাউন্ডে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট ৩১২২২০৷ দু নম্বরে রয়েছে  বিজেপি প্রার্থী, তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ  ২৫১৯৩৩৷  তিন নম্বরে রয়েছেন  কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ  ২৭২২৭২৷

আরও পড়ুন – Nuts Soaked In Water: মুঠোমুঠো বাদাম খেয়ে শরীরের ক্ষতি করবেন না, আমন্ড, কাজুবাদাম, আখরোট কোনটা কতক্ষণ ভিজিয়ে খেলে ফল লাফিয়ে হবে দ্বিগুণ

তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর  ৩৯৮৪৮ ভোটে এগিয়ে গেছেন ইউসুফ পাঠান৷

বাইরে থেকে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটে লড়তে রাজি হয়েছিলেন সেখানেই তাঁর দিদির কথায় বাজিমাত করার দিকে ইঙ্গিত দিচ্ছে ভোটের বর্তমান ট্রেন্ড৷

North Kolkata Election Results 2024 : উত্তর কলকাতায় ‘নীরব বিপ্লবের’ পথে সুদীপ, দল বদলে লড়াই করে ২৫ হাজার ভোটে পিছিয়ে তাপস

কলকাতা: লোকসভা ভোটের আগেই দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়ে লড়েছিলেন লোকসভা ভোটে। তাপস রায়ের দল বদলের পড়ে উত্তর কলকাতার রাজনীতিতে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু সমস্ত কিছুর পরেও নীরব ছিলেন সুদীপ। এমনকী উত্তর কলকাতার ভোটের দিনও সুদীপকে বিজেপির প্রার্থী তাপসকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যা বলার ফলাফলের দিন বলবেন।

প্রচারে বেরিয়ে তাপস রায়কে নিয়েও তেমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উত্তর কলকাতার মানুষ ভরসা রেখেছন তাপস রায়ের উপর। ২০০৯ সাল থেকে উত্তর কলকাতার উত্তর তাপস রায়। চতুর্থ রাউন্ড পর্যন্ত গণনার শেষে ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন। এ বার জিতলে পাঁচ বারের সাংসদ হতে পারেন সুদীপ। কলকাতা বরাবরই তৃণমূলের গড়, এ বারও বজায় থাকতে পারে সেই ধারা।

রাজ্যেও খুবই ভাল ফল করছে তৃণমূল। এখনও পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের ফলের পরে ইন্ডিয়া জোটের পাশে থাকবে তৃণমূল। পূর্ণ ফল প্রকাশ হলে কী হয় সেটাই দেখার।

West Bengal Lok Sabha Elections 2024 Results: ভোট গণনা চলছে…! বাংলায় কারা কারা এগিয়ে? কী বলছে লেটেস্ট ট্রেন্ড? দেখুন এই মুহূর্তের আপডেট

কলকাতা: টান টান উত্তেজনার মধ্যেই দেশ জুড়ে চলছে ভোট গণনা। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে এ বার কোন দল সংখ্যাধিক্য পাবে, সে দিকে তাকিয়ে গোটা দেশ। প্রায় সব ক’টি বুথফেরত সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল বাংলায়। অন্য দিকে, রাজ্যের শাসকদল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে ২০১৯ সালের থেকেও ভাল ফল করবে তৃণমূল। ফিরে আসতে পারে ২০১৪ এর রেজাল্ট। একদম শুরুর দিকের পোস্টাল ব্যালট গোনার পর শুরু হয়েছে ইভিএম-এর ভোট গণনা। দেখে নেওয়া যাক এই মুহূর্তে কারা এগিয়ে।

শেষ পাওয়া আপডেট অনুযায়ী বাংলায় তৃণমূল -১৮, বিজেপি ৩ ,কংগ্রেস ১ -টি আসনে এগিয়ে। তৃণমূল এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪৫.৫৫ শতাংশ। বিজেপি পেয়েছে ৩৫.৭১ শতাংশ ভোট। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে। ৪৯৯২০ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: চলছে ভোট গণনা, পিছিয়ে দিলীপ ঘোষ, অনেক এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখে নিন লাইভ আপডেট

দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে পিছিয়ে দিলীপ ঘোষ। এগিয়ে রয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। যাদবপুরে ১৭৭৭ ভোটে এগিয়ে সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূলের মালা রায়। ১২৪৯১ ভোটে এগিয়ে মালা রায়। ব্যারাকপুরে এগিয়ে পার্থ ভৌমিক, পিছিয়ে অর্জুন সিং।

আসানসোল কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পাল নিকটতম প্রার্থী জুন মালিয়ার থেকে এগিয়ে ১৮৬৩ ভোটে। মালদহ দক্ষিণে ৫২৪০ ভোটে এগিয়ে বিজেপি। বোলপুরে এগিয়ে তৃণমূল। ৩৯৩৯ ভোটে এগিয়ে তৃণমূল। মালদহ উত্তরে কংগ্রেসের ইশা খান চৌধুরী এগিয়ে। ৩৪১৯ ভোটে এগিয়ে মালদহ উত্তরে কংগ্রেস। কোচবিহারে পিছিয়ে নিশীথ প্রামাণিক। কোচবিহারে তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া এগিয়ে রয়েছেন ৫৫২৯ ভোটে। ৯৯৯ ভোট এ এগিয়ে সুজাতা মণ্ডল।