বিশেষভাবে সক্ষম ভোটারের সঙ্গে কুশল বিনিময় তৃণমূল প্রার্থীর।

Lok Sabha Election 2024: ‘ভোট মানে ছুটির দিন নয়’! বুথ পরিদর্শনে গিয়ে হঠাৎ কেন এমন বললেন দেব?

পশ্চিম মেদিনীপুর: নির্বাচনের দিন নানা মেজাজে ধরা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বললেন, ‘‘ভোট মানে ছুটির দিন নয়, এটা সবথেকে বড়দিন।’’ কারণ এইদিন ৫ বছরে একবার আসে। ভোটের দিন সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন লোকসভা কেন্দ্রের নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে। তারকা প্রার্থীকে দেখা মাত্রই উৎসাহিত হয়ে পড়েন ভোটাররা।

ভোটের দিন বাইকে সওয়ার হয়ে তিনি ভোট পরিদর্শন করতে যান। ঘাটালের দৌলতচক এলাকায় তিনি দলীয় কর্মীর বাইকে চেপে ভোট পরিদর্শনে গিয়েছিলেন। আবার টোটোয় চেপে তিনি ঘুরেছেন বিভিন্ন বুথে।

আরও পড়ুন: ভোটার কার্ড ছাড়াই ভোট দিন! ফোনে এই অ‍্যাপ থাকলেই কেল্লাফতে, ৯৯% মানুষই জানেন না

দৌলতচক এলাকায় বিশেষভাবে সক্ষম এক ভোটারকে হাজির হতে দেখেই তৃণমূল তারকা প্রার্থী তার দিকে এগিয়ে যান। তার সঙ্গে কথা বলেন। তাকে সাহায্য করার নির্দেশ দেন দলের কর্মীদের।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আবার ভোটের দিন ভোটারদের আবদার মিটিয়েছেন তিনি। নতুন। ভোটার থেকে শুরু করে, তার নিজের ভক্ত, অনেকের সঙ্গে সেলফি তুলেছেন তিনি। পাশাপাশি আবেদন জানিয়েছেন, এই নির্বাচন উৎসবে সবাই যেন অংশগ্রহণ করেন। কারণ বছর বছর এমন দিন আসে না। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য এটাই সবথেকে গুরুত্বপূর্ণ দিন।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রিমল! সকাল সকাল বুথমুখী ভোটরেরা

অন্যদিকে, বিজেপি প্রার্থী হিরণ্ময় চ্যাটার্জি এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সমস্ত অভিযোগ তুলেছেন, সেগুলি কার্যত নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে চলছে নির্বাচন পর্ব। উল্লেখ্য এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনের দু একটি ছোটখাট বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে বড় কোনও অশান্তির খবর সামনে আসেনি।

নয়ন ঘোষ