সুকান্ত মজুমদার।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ বেলায় জয় সুকান্তর, মান রক্ষা করলেন বিজেপি রাজ্য সভাপতি

বালুরঘাট: দিনভর হাড্ডাহাড্ডি লড়াই। কখনও বিজেপি এগিয়েছে তো কখনও তৃণমূল। ফাইনাল রেজাল্ট আসতে পেরিয়ে গেল রাত দশটা। অবশেষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বালুরঘাট কেন্দ্রে শেষ হাসি হাসলেন সুকান্ত মজুমদার। তৃণমূলের অভিজ্ঞ নেতা বিপ্লব মিত্রকে ১০ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে হারিয়ে নিজের গড় ও মান রক্ষা করলেন বিজেপির রাজ্য সভাপতি।

বালুরঘাটে বিজেপিকে পরাস্ত করতে রাজ্য মন্ত্রীসভার সদস্য বিপ্লব মিত্রকে প্রার্থী করেছিল তৃণমূল। সেই রণনীতি কাজও করে যায় অনেকটা। সুকান্ত মজুমদারকে সকাল থেকে টক্কর দিতে থাকেন জোড়া ফুলের প্রার্থী। এমনকী সকাল থেকে বেশ কিছু সময় এগিয়ে ছিলেন বিপ্লব মিত্র। তবে সুকান্ত মজুমদার বলেছিলেন বিজেপি যেসব জায়গায় শক্তিশালী সেখানকার কাউন্টিং এখনও শুরু হয়নি।

একটা সময় মনে করা হচ্ছিল বালুরঘাট কেন্দ্রও হয়ত হাতছাড়া হতে চলেছে বিজেপির। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটও বাড়তে থাকে বিজেপির। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন সুকান্ত মজুমদার। রাজ্য জুড়ে যেখানে দিলীপ ঘোষ, সুভাষ সরকার সহ একাধিক হেভিওয়েট প্রার্থী আসন ধরে রাখতে পারেননি সেখানে রাজ্য সভাপতির জয় পদ্মশিবিরকে কিছুটা অক্সিজেন জোগাল।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৫ লাখ ৩৯ হাজার ৩১৭ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ৪৫.০২ শতাংশ ভোট গিয়েছিল সুকান্ত মজুমদারের ঝুলিতে। হারিয়েছিলেন তৃণমূলের অর্পিতা ঘোষকে। গতবার সুকান্ত মজুমদারের জয়ের ব্যবধান ছিল ৩৩ হাজারের কিছু বেশি। এবার সেই ব্যবধান কমে হল ১০ হাজারের কিছু বেশি।