পানাগড়ে মুখ্যমন্ত্রীর রোড-শো।

Lok Sabha Elections 2024: কীর্তি আজাদের সমর্থণে রোড শো মমতার, চাঙ্গা সমর্থকরা, মুখ্যমন্ত্রীকে দেখতে জনতার ঢল

পশ্চিম বর্ধমান: লোকসভা নির্বাচনে দুটি দফা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই তৃতীয় দফার নির্বাচন। চতুর্থ দফা নির্বাচনের দেরি নেই। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছেন। বর্ধমানে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার প্রচার চালাচ্ছেন দলীয় প্রার্থীদের সমর্থনে।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

রবিবারে লম্বা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বর্ধমানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মেগা রোড শো করেছেন তিনি। তারপর এদিন সন্ধ্যার দিকে পানাগড়ে আরও একটি রোড-শো করেছেন মুখ্যমন্ত্রী। কীর্তি আজাদের সমর্থনে এদিন তিনি পানাগড়েরোড শো করেছেন। যদিও নির্ধারিত সময়ের কিছুটা দেরিতেই এসে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পানাগড়েপৌঁছয়।

আরও পড়ুন – Fruit or Fruit Juice: কাঁড়িকাঁড়ি টাকা দিয়ে ফ্রুট জুস কিনে খাচ্ছেন, হচ্ছে বড়সড় সর্বনাশ, তার বদলে এটা খান

তারপর সেখান থেকে তিনি গাড়িতে চেপে পানাগড়েবাজার পার হচ্ছিলেন। তবে হঠাৎ করে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। মুখ্যমন্ত্রী কর্মসূচির জন্য রবিবার দুপুরের পর থেকে পানাগড়বাজার এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পানাগড়বাজার থেকে দার্জিলিং মোড় পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই রোড শো নির্ধারিত ছিল। বাইপাস সংলগ্ন এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে।

বর্ধমানের মেগা রোড শো শেষ করে তিনি পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন। তারপর পানাগড়বাজার এলাকায় বেশ খানিকটা পথ তিনি হেঁটে অতিক্রম করেন। মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দিয়েছেন দুর্গাপুরের দিকে। সেখানেই একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রিবাস করবেন।

নয়ন ঘোষ