ঘরে বসে ভোট দিয়েছেন প্রফুল্ল রায়।

Lok Sabha Election 2024: নির্ধারিত দিনের আগেই ভোটগ্রহণ আসানসোলে!

পশ্চিম বর্ধমান: লোকসভা নির্বাচনে প্রথম দু দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আগামী ১৩ মে চতুর্থ দফার ভোট গ্রহণ হবে রাজ্যের বেশ কয়েকটি আসনে। সেই তালিকায় রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রটিও। কিন্তু নির্ধারিত তারিখের আগেই ভোট উৎসব শুরু হয়ে গেল জেলায়। আর তারই অংশ হিসেবে বাড়িতে বসে ভোট দিলেন ৮০ বছরের বৃদ্ধ।

যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য ঘরে বসে ভোটদানের বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ৮০ বছরের বেশি বয়স্ক ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, তাঁদের জন্য এই ব্যবস্থা। পাশাপাশি সেই তালিকায় রয়েছেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও। এই ভোটদান প্রক্রিয়া চালু হল বৃহস্পতিবার থেকে।

আর‌ও পড়ুন: ছাতা, টুপি এবং সানগ্লাস উপহার পেল পুলিশ

উল্লেখ্য, এই ভোট দান প্রক্রিয়া শুরু হওয়ার আগে ভোট কর্মীদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রশাসন সূত্রে খবর, আসানসোলে এমন বিশেষ ভোটারের সংখ্যা তিন হাজারের বেশি। আর সেই সমস্ত ভোটারদের ভোটগ্রহণ করানো হবে বাড়িতে গিয়ে। যাদের বুথে গিয়ে ভোট দিতে সমস্যা রয়েছে, তারা বাড়িতে বসেই নিজেদের মত ইভিএম বন্দি করতে পারবেন। তার জন্য আগে থেকেই ২ এবং ৩ মে নির্ধারিত রাখা হয়েছে। সেই মতই বৃহস্পতিবার থেকে এই বিশেষ পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে।

নয়ন ঘোষ