সায়ানের প্রাপ্তিযোগ

Lok Sabha Elections 2024: ভোট প্রচারে বেরিয়ে প্রাপ্তি যোগ সায়ন বন্দ্যোপাধ্যায়ের, আপ্লুত তমলুকের সিপিআইএম প্রার্থী

তমলুক: সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে ভালোবাসার বড় উপহার পেলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে পাশাপাশি প্রার্থীরা সাধারণ মানুষের মন জয় করতে একাধিক পন্থা অবলম্বন করছেন। কেউ সকাল সকাল হাটে বাজারে গিয়ে জনসংযোগ সারছেন। কোথাও আবার ক্রিকেট খেলা কোথাও আবার শরীর চর্চা কোনও কিছুই বাদ রাখেননি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ২৯ এপ্রিল সোমবার সকাল সকাল ভোটের প্রচারে বেরিয়ে ভালবাসার উপহার পেলেন তমলুকের সিপিআইএম প্রার্থী।

এবার লোকসভা নির্বাচনের হট সিট তমলুক লোকসভা কেন্দ্র। হাই প্রোফাইল এই কেন্দ্রে বামেরা বাজি রেখেছে হাইকোর্টের আইনজীবী তথা যুব নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর। আর প্রথম দিন থেকে মানুষের মন জয় করতে উঠেপড়ে লেগেছেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম থেকে কোলাঘাট, ময়না থেকে হলদিয়া সর্বত্রই চষে বেড়াচ্ছেন। তীব্র গরম ও দাবদহ উপেক্ষা করে দিনভর প্রচারে ব্যস্ত তিনি। তমলুক লোকসভা কেন্দ্রের রাধামনি বাজার এলাকায় সোমবার সকাল সকাল মাছের আড়তে পৌঁছে যান সায়ন বন্দ্যোপাধ্যায়। মাছের আড়তে পৌঁছে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি।

সোমবার সকাল সকাল রাধামনি মাঠ আড়তে জনসংযোগ প্রচার চলাকালীন সায়নকে কাছে পেয়ে এক মৎস্য ব্যবসায়ী খুশি হয়ে সায়নের হাতে তুলে দেন প্রায় ৫ কেজি ওজনের একটি মাছ। মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে এই উপহার পেয়ে আপ্লুত সায়ন বন্দ্যোপাধ্যায়। রাধামনি বাজারের সকাল সকাল জনসংযোগ প্রচার শেষ করে সায়ন বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেনভোট প্রচারে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: কে থাকল দলে আর কে পড়ল বাদ? টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে মহাচমক! জানুন বিস্তারিত

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রটি এবার লোকসভা নির্বাচনে হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। সিপিআইএম বিজেপি ও শাসক দল তৃণমূল থেকে তিন পরিচিত মুখের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। তমলুক লোকসভা কেন্দ্রের শাসক ও বিরোধীদের পাশাপাশি ভোট প্রচারে ঝড় তুলেছে সিপিআইএম প্রার্থী। ভোটের ফলাফল সময়ই বলবে কিন্তু তার আগে প্রচারে বিন্দুমাত্র খামতি রাখছে না তমলুকের সিপিআইএম প্রার্থী।

সৈকত শী