শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবাশিষ ধর

Lok Sabha Elections 2024: বিজেপির টিকিটে লড়ছেন তৃণমূলের শতাব্দীর বিরুদ্ধে, প্রাক্তন আইপিএসের চমকপ্রদ বক্তব্য

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছেন। বীরভূমে মোট দুটি লোকসভা একটি বীরভূম লোকসভা একটি বোলপুর লোকসভা। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধর। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী শ্যামলী প্রধান।

তবে দীর্ঘ টলবাহানার পর বেশ কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেন প্রাক্তন আই পি এস অফিসার দেবাশীষ ধর এর নাম। আর নাম ঘোষণা ঠিক পর থেকেই দেবাশিষ ধর বেরিয়ে পড়েন তার প্রচার সারতে। তবে এতদিন সংবাদমাধ্যমে জেনেছেন দেবাশিষ ধর কোথায় গিয়ে কি বলেছেন। তবে জানেন কী একজন পুলিশ আধিকারিক হওয়ার পর হঠাৎ করে কেন ওনার রাজনৈতিক জীবনে যোগদান এবং রাজনৈতিক জীবনে কেমন সাড়া রয়েছে ওনার।আর এই বিষয়ে প্রাক্তন আইপিএস অফিসার বীরভূম জেলার বিজেপির প্রার্থী দেবাশিষ ধর আমাদের একান্ত সাক্ষাৎকার দেন।

আরও পড়ুন – Poila Baisakh: এ এক অবাক বইমেলা! বই কিনলে দিতে হবেনা দাম! কোথায় হচ্ছে জানেন

তবে পুলিশ প্রশাসন থেকে হঠাৎ করে রাজনৈতিক জগতে আসা ঠিক কেমন লাগছে দেবাশীষ ধর বাবুর এ বিষয়ে তিনি বলেন , “অবশ্যই এটি আমার জীবনে বড় সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নিয়েছি মাত্র ৩০ মিনিটের মধ্যে। প্রশাসনিক জগতে কাজ করার থেকে বেশি দায়িত্ব রাজনৈতিক জগতে কাজ করা। কারণ মানুষজন ভোট দেয় কোনও নেতাকে তার কারণ মানুষচায় তাদের কিছুটা চাহিদা পূরণ করুক নেতৃত্ব। সাধারণ মানুষ যে কষ্ট নিয়ে আমাদের কাছে আসে সে দায়িত্ব যদি পূরণ করতে না পারি তাহলে তার মত কষ্ট আর কিছুতে নেই। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ সাধারণ মানুষ যেটা চাই সেটা যেন আমি পূরণ করতে পারি।”

এ বিষয়ে তিনি আরও জানান “সাধারণ মানুষের জন্য স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অন্যান্য মনীষীরা যে কাজ করেছে সেই কাজ আমরা কেন করতে পারব না সাধারণ মানুষের জন্য! আর এই কথা চিন্তা করেই মূলত আমার রাজনৈতিক জগতে আসা। আমাকে যদি সাধারণ মানুষেরা ভোট দিয়ে জয়ী করে তাহলে তাদের সমস্ত অভাব অভিযোগ দূর করব আমি।\”

সৌভিক রায়