প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Elections 2024: রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এ কী পোশাক পরলেন দুই তৃণমূল কর্মী! দেখেই চমকে গেলে সবাই, দেখেছেন?

হুগলি: হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সর্বদা কেন্দ্রবিন্দু রচনাই থাকেন। তবে পান্ডুয়ার দুই ব্যক্তি এবার রচনার প্রচারে নজর কেড়েছেন।

রাস্তায়, পথেঘাটে, হাটে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে তাঁদের পোশাকের জন্য। তাঁদের পরনে রয়েছে বিশেষ তৃণমূল পাঞ্জাবি! একজন হলেন কাজি মোহাম্মদ হোসেন ও অন্যজন শেখ হোসেন। দু’জনেই পান্ডুয়া কল বাজার এলাকার বাসিন্দা। তৃণমূলের জনগর্জনের ব্রিগেড-এর দিনে তাঁরা পতাকা কেটে তাঁকে সেলাই করে বানিয়েছেন এই বিশেষ জামা।

তৃণমূলের পতাকা পাঞ্জাবি পরা দুই কর্মী
তৃণমূলের পতাকা পাঞ্জাবি পরা দুই কর্মী

আরও পড়ুন: চলন্ত গাড়িতেই আগুনে জ্বলে-পুড়ে সব শেষ! পুড়ে ছাই জীবন্ত মানুষ, ভোররাতে বর্ধমানে ভয়ঙ্কর ঘটনা

এক একটি জামা বানাতে তাদের লেগেছে ৮ ফুট বাই ৬ ফুটের দু’টি করে দলীয় পতাকা। অভিনব তাঁদের এই জামা তৈরির পর থেকে দলীয় সমস্ত মিটিং মিছিল পথসভাতে তাঁরা এই জামা পরেই আসেন। ঠিক কী থেকে এই ধরনের জামা তৈরির পরিকল্পনা? সে বিষয়ে তাঁরা জানান, দলের প্রতি ভালবাসা ও আনুগত্য থেকে তাঁদের এই জামা তৈরি।

আরও পড়ুন: সারারাত মোবাইল চার্জে, রোজ ১০০ শতাংশ চার্জ দেন ফোনে! মোবাইলে কতটা চার্জ দেওয়া উচিত জানেন?

দু’জনেই ১৯৯৮ সাল থেকে তৃণমূল দলের সঙ্গে যুক্ত। দল করতে গিয়ে কখনও সিপিআইএম কখনও বিজেপির হাতে মার খেয়েছেন তাঁরা। তবুও তাঁরা নির্ভীক ! যতই ভয় দেখানো হোক, যতই অত্যাচার করা হোক দলের সঙ্গে তাঁরা আগেও ছিলেন, এখনও রয়েছেন ও ভবিষ্যতেও থাকবেন। সেই কারণেই এই অভিনব জামা তৈরি করেছেন দুই তৃণমূল কর্মী।

রাহী হালদার