কমিশনে তৃণমূল

Lok Sabha Elections 2024: অভিযোগের বিরাট তালিকা! বিজেপির বিরুদ্ধে কমিশনে চিঠি তৃণমূলের, নজরে সোমবার

কলকাতা: বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিধিভঙ্গ করার অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। এদিন দিল্লিতে কমিশনের সদর দফতরে যান চার সাংসদ ও এক মন্ত্রী। দলে ছিলেন ডেরেক ও ব্রায়ান, সাকেত গোখলে, দোলা সেন ও সাগরিকা ঘোষ। ছিলেন মন্ত্রী শশী পাঁজা। এদিন শশী পাঁজা, জানান, “সোমবার আবার প্রতিনিধি দল আসবে। আজ চিঠি জমা দেওয়া হয়েছে। আলোচনা সোমবার হবে।”

তৃণমূলের তরফে অভিযোগ কী কী? মন্ত্রী শশী পাঁজা জানান, “মূলত তিন বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি । আদর্শ আচরণবিধি চলছে। তারই মধ্যে কেন্দ্রীয় এজেন্সি অতি তৎপরতা দেখাচ্ছে। মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহা, জুই বিশ্বাসদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে যাচ্ছে। আইটি, ইডি, সিবিআইয়ের পাশাপাশি এন আই এ ব্যতিব্যস্ত করে তুলেছে নেতা-নেত্রীদের। আমাদের প্রচারে বাধা দিচ্ছে। প্রথাগত ভাবে প্রচার চলছে। তার মধ্যে এদের উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্রীয় নিরপেক্ষ ভূমিকা থাকা দরকার। সেই ভূমিকা দেখা যাচ্ছে না। একাধিক সরকারি আধিকারিকদের বিভিন্ন জায়গায় মুভমেন্ট করানো হচ্ছে।”