ধৃতিমান সরকার

Loksabha Election 2024: নির্বাচনের ঠিক আগে অপসারিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, জল্পনা তুঙ্গে

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: রবিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়্গপুরে সভা করেছেন নরেন্দ্র মোদি। ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই মেদিনীপুর শহরে সুবিশাল রোড শো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রোড শো-এর দিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি বিশেষ নির্দেশিকায় সরিয়ে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। জরুরিকালীন ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিবকে তিন আইপিএস পদমর্যাদার অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে। যাঁদের মধ্যে একজনকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পাঠানো হবে।

হাতেগোনা কয়েকদিন পরেই নির্বাচন। নির্বাচনে প্রাক মুহূর্তে বদলি করা হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা সেই বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের ক্ষেত্রে যুক্ত নয় এমন কোনও পদে বদলি করতে হবে ধৃতিমান সরকারকে। যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন : আমফানের স্মৃতি উস্কে আসতে পারে ‘রেমাল’? কারা ঘূর্ণিঝড়ের এই নাম রাখল? ‘রেমাল’-এর অর্থই বা কী? জানুন

প্রসঙ্গত ২০২৩ সালের ৯ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশসুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তরুণ এই বাঙালি আইপিএস। বিভিন্ন সময়ে তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন এলাকা পরিদর্শন করতে। পুজোর সময় তাকে দাবাং স্টাইলে বাইক নিয়ে ঘুরতেও দেখা যায়। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে মঙ্গলবার বেলা ১১ টার মধ্যে তিনজন দক্ষ পুলিশ সুপার পদমর্যাদার আইপিএস অফিসারের নাম পাঠাতে হবে মুখ্যসচিবকে। যাঁদের মধ্য থেকে একজনকে নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুরে।

প্রসঙ্গত বার বার বিরোধীরা পুলিশসুপার ধৃতিমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তবে একদম নির্বাচনের আগে শেষ মুহূর্তে বদলি ঘিরে বেশ জল্পনা শুরু হয়েছে।