আজ থেকে উত্তরবঙ্গে মমতা

Loksabha Election 2024: Mamata Banerjee| বেজে গিয়েছে ভোটের দামামা! আজ থেকেই উত্তরবঙ্গের প্রচার শুরু মমতার… কোচবিহার-জলপাইগুড়িতে জোড়া সভা

জলপাইগুড়ি: কৃষ্ণনগরের পরে এবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহার ও জলপাইগুড়িতে জোড়া সভা করবেন মমতা। ২০১৯ এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের একাধিক আসন হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি আসনেই জয় পেয়েছিল  বিজেপি। এবার সেই উত্তরবঙ্গকেই পাখির চোখ করতে চায় তৃণমূল। সফরসূচি অনুযায়ী, প্রথম দফার ভোটের আগে মোট ১০টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ থেকে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচার শুরু করলেও আগামী ৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবেন মমতা। শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের সভা। শনিবার তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরের তপন ও উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানে বালুরঘাট ও রায়গঞ্জ এই দুই লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার করবেন। তারপর সরাসরি যাবেন জঙ্গলমহলে।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

 

১২ তারিখ থেকে ফের উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। ১২ এপ্রিল থেকে ১৬এপ্রিল পর্যন্ত টানা উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন মমতা। এ রাজ্যের পাশাপাশি অসমেও যেতে পারেন তিনি। সেখানকার লোকসভা ভোটে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল।