গুর বাতাসা

Loksabha Elections 2024: অনুব্রত মণ্ডল নেই! গুরুর শিক্ষা গুড় বাতাসা! ভোটারদের হাত তুলে দিলেন অনুগামীরা

বোলপুর: গুরু যেভাবে শিষ্যকে শিক্ষা দিয়ে যান ঠিক সেভাবেই যেন অনুব্রতর দাওয়াই গুড় বাতাসা ভুলতে পারছে না বোলপুরের সমর্থকরা। ঠিক ভোটের দিন নকুল দানা এবং গুড় বাতাসা দিয়ে শরীর ঠাণ্ডা করছে তৃণমূল নেতা বাবু দাস এবং কর্মী সমর্থকেরা। বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর শহরে, গোয়াল পাড়ার ১৬৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় ভোটার এবং পথিকদের গুড় বাতাসা দিয়ে অনুব্রতর কথা মনে করিয়ে দিল তারই সমর্থকরা।

তৃণমূল নেতা বাবু দাস বলেন, এটাই নাকি? গ্রামের রীতি। গোয়ালপাড়ায় ভোট এলে গুড়বাতাসা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আরও পড়ুন – Diabetes Control Tips: গাছে ভর্তি-ভর্তি হয়, দাম কম, এই ফলের গুণে ডায়াবেটিস বশ, কোলেস্টোরলের যম, স্লিম হওয়া আটকায় কে

এছাড়াও অনুব্রত মন্ডলকে গুরু এবং নিজেকে শিষ্য বলেই দাবি করছেন সমর্থকেরা। চড়াম চড়াম, গুড় বাতাসার মত শব্দগুচ্ছ গুলি ভাইরাল হয় অনুব্রত মণ্ডলের মুখ দিয়েই। এবার সেই মর্মেই তার অনুপস্থিতিতে  ‘গুরু’ অনুব্রতকে স্মরণ করেই তার দেওয়া শিক্ষা অনুযায়ী গুড় বাতাসা বিলি করে নজির সৃষ্টির চেষ্টা।

এছাড়াও বিপুল ভোটে অসিত মাল জয়ী হবেন বলেই মনে করছেন বোলপুর লোকসভার তৃণমূলের কর্মী সমর্থকরা। নির্বাচন আসবে যাবে। কলি থাকলেও কেষ্ট নেই। তবে অনুব্রত মণ্ডলের সৃষ্টি করা ট্রেন্ড যেন ভুলতে পারছেনা বোলপুর।

নীলাঞ্জন ব্যানার্জী