পিট লাইন

South Dinajpur News: পিট লাইনের ইঞ্জিন ট্রায়াল হতেই আশায় বুক বাঁধছে জেলাবাসী! কবে চালু হবে দুরপাল্লার ট্রেন

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চালুর জন্য আরও একধাপ এগিয়ে গেল। পিট লাইনের উদ্বোধন কে ঘিরে জেলাবাসীর আশা বাড়ছে দূরপাল্লার ট্রেন ছাড়ার। বালুরঘাট স্টেশনের এদিন পিট লাইনের উদ্বোধনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। বালুরঘাট স্টেশন পরিদর্শন করেন রেলকর্তা সঙ্গে ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।

এদিন বালুরঘাট স্টেশনে নারকেল ফাটিয়ে পিট লাইনের সূচনা করেন রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।এদিন পিট লাইনে ইঞ্জিন চালিয়ে ট্রায়াল রান করা হয়। এদিকে ইঞ্জিন ট্রায়াল রানে উল্লসিত শহরবাসী। এরপরে বালুরঘাট স্টেশন থেকে আরও নতুন নতুন ট্রেনের চলাচলের সম্ভাবনা বেড়ে গেল।

আরও পড়ুন-            ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ‘উস্তাদ’! ফিরে দেখা ‘রাশিদ খান’-এর বর্ণময় জীবন

আরও পড়ুন-           শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

এবিষয়ে ডি আর এম সুরেন্দ্র কুমার জানান, “পিট লাইনের এদিন ইঞ্জিন ট্রায়াল রান হয়েছে। জানুয়ারির শেষেই পিট লাইনের কাজ পুরোপুরি চালু হয়ে যাবে। ১ তারিখ বালুরঘাট-শিয়ালদা ট্রেন চালু হয়েছিল। আগামীতে আরও নতুন দূরপাল্লার ট্রেন চালু হবে শীঘ্রই। পুরো কাজ শেষ হলে নতুন ট্রেন চালু হতে আর দেরি হবে না। অনেক ট্রেনের দাবি থাকলেও রেল বোর্ড থেকে যে ট্রেনগুলির অনুমোদন মিলবে সেগুলিই চলবে।”

আগামী কয়েক মাসের মধ্যে সব কাজ শেষ হবে। পিট ও সিক লাইনের কাজ শেষ হওয়ার পর বাকি ট্রেন চলাচল করবে। এছাড়াও বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজও চলছে। এই রাস্তায় কয়েকটি ব্রিজ রয়েছে। সেগুলোর কাজও দ্রুত শুরু হবে। এছাড়াও অমৃত ভারত স্টেশনে বালুরঘাট স্টেশনকে নতুন ভাবে সাজানো হচ্ছে। চলন্ত সিঁড়ি থেকে শুরু করে একাধিক কাজ হবে বালুরঘাট স্টেশনে।

সুস্মিতা গোস্বামী