মা ও বাবার সঙ্গে মাধ্যমিকে দশম নীলাঙ্কন মণ্ডল।

Madhyamik Result 2024 Merit List: টেস্টে খারাপ ফলই জীবনের টার্নিং পয়েন্ট! মাধ্যমিকে চমকে দেওয়া ফল নীলঙ্কনের, মেধা তালিকার কোথায় সে?

হুগলি: প্রথম থেকে পড়াশোনায় অমনোযোগী! মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফলাফল ভাল হয়নি। তাই স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছিল মা-বাবাকে। তারপরই সোজা ১৮০ ডিগ্রি টার্ন। বেড়ে যায় পড়াশোনার প্রতি মনোযোগ। তারই ফলস্বরূপ মাধ্যমিকে ৯৭.৭১ শতাংশ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে ব্যান্ডেল এলিট কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল।

পাণ্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা পার্থসারথি মণ্ডল ও সুজাতা মণ্ডলের ছেলে নীলাঙ্কন মণ্ডল। মাধ্যমিকে তার মোট প্রাপ্য নম্বর ৬৮৪। বাবা পার্থসারথি মণ্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মণ্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল নীলাঙ্কনের। বাবা পদার্থ বিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থ বিজ্ঞান পড়ত নীলাঙ্কন। আগামীদিনে গবেষণা মূলক পড়াশোনা করতে চায় নীলাঙ্কন।

আরও পড়ুনঃ উত্তরে আজও চলবে বৃষ্টি! শনিতেই দক্ষিণের জেলায় জেলায় ঝড়বৃষ্টি, কলকাতায় কবে নামবে? অবশেষে ডেট জানিয়ে দিল আলিপুর

মাধ্যমিকে দশম হয়ে নীলাঙ্কন জানায়, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত পড়াশোনা নিয়ে অতটা মনোযোগ ছিল তার। যে কারণে টেস্ট পরীক্ষার ফলাফল খুব একটা আশানুরূপ হয়নি। আর সেটাই টার্নিং পয়েন্ট। স্কুল থেকে তাকে ডেকে বোঝানো হয় তাকে নিয়ে স্কুল খুবই আশাবাদী। তারপর থেকেই পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে। সেখান থেকে শুরু হয় রাত জেগে পড়াশোনা।

আরও পড়ুনঃ মাধ্যমিকে নতুন রেকর্ড! ফলাফলে এমন ঘটনা ঘটল এবারেই প্রথম, জেনে একেবারে চমকে যাবেন

নীলাঙ্কনের জানিয়েছে, সে কখনওই র‍্যাংক করার জন্য পড়াশোনা করেনি। বরং সে পড়াশোনা করেছে নিজের আগ্রহে। পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো ও বিভিন্ন জায়গায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার বিশেষ পছন্দের একটি বিষয় ছিল। মহাকাশের অজানা তথ্য তাকে সবসময় আকর্ষণ করে। তাই বড় হয়ে অ্যাস্ট্র ফিজিক্স নিয়ে গবেষণা করার স্বপ্ন রয়েছে নীলাঙ্কনের।

রাহী হালদার