পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছান পুলিশ কর্মীরা

Nadia News: নির্ধারিত সময়ের থেকে দেরী, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা মাধ্যমিক পরীক্ষার্থীদের

শান্তিপুর: নির্ধারিত সময়ের থেকে বিলম্ব হওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা মাধ্যমিক পরীক্ষার্থীদের। সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় পরীক্ষা কেন্দ্রে। পড়াশোনা করার ইচ্ছে থাকলে অনেক সময় উপায় থাকে না। কেউ সংসারে চাপে কিংবা কেউ পেটের টানে ছেড়ে দিয়েছিলেন পড়াশোনা। তবে সেই সমস্ত আগ্রহী মানুষদের জন্য বহুদিন ধরেই ব্যবস্থা রয়েছে রবীন্দ্র মুক্ত উচ্চ বিদ্যালয়ের। যেখানে পুনরায় সুযোগ রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার। সরকার অনুমোদিত এই বিশ্ববিদ্যালয় থেকে ডিসটেন্সে এডুকেশনে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে অনেকেই পান সার্টিফিকেট। সেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। বেলা বারোটায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বেশ খানিকটা বিলম্ব হয়ে যায় একাধিক পরীক্ষার্থীর। নির্ধারিত সময়ের থেকে পরীক্ষা কেন্দ্রের ঢুকতে দেরি হওয়ার কারণে বাধা দেন পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষিকা। আর তার জেরেই সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন: ভলিবল খেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পান, অনাথ সাগরের লক্ষ্য পুলিশ অফিসার হ‌ওয়া

শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাস অভিযোগ করেন, গতবার পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ে কোন পরীক্ষার্থী ঢোকেনি। প্রায় এক ঘন্টা পরে সকলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। তাও আবার মাইক্রো জেরক্সের উত্তর সঙ্গে নিয়ে! এবছর পরীক্ষা শুরু হওয়ার আগেই আমি ডিআইকে জানিয়েছি আমি এবার স্টেপ নেব।তিনি আরো জানান যে, সাধারণ মাধ্যমিক পরীক্ষার মতোই এই পরীক্ষাটিও সমান গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার পর সেই শংসাপত্রেরও গুরুত্ব রয়েছে সমান। তাহলে কেন তারা এরকম পন্থা অবলম্বন করবে! আমি থানাতেও জানিয়েছিলাম অন্যান্য পরীক্ষার মতো এখানেও পুলিশ মোতায়েন করতে, কিন্তু কোন লাভ হয়নি।

আরও পড়ুন:  মথুরাপুরে হাসপাতালের মধ্যেই ইকো ট্যুরিজম পার্ক! মন ভোলাবে রোগীদের! অনন্য নজির

এদিন ১২টা০৫ এ গেট বন্ধ করা হয়েছে, তারমধ্যে খুব নগণ্য পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে হয়তো ২০ থেকে ৩০ জন নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছে। বাদবাকি সকলেই সাড়ে বারোটার পরে এসে গন্ডগোল শুরু করেছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার নিয়মাবলী সমস্তই বাইরে লেখা আছে ১১টা৫০ এর মধ্যে ঢোকার নিয়ম পরীক্ষার্থীদের। যদিও এক পরীক্ষার্থী দাবি করেন, অত্যাধিক গরমের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশেই একটি গাছ তলায় অনেকে অপেক্ষা করছিলেন তারা। সেই কারণে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে খানিক বিলম্ব হয় তাদের। সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হওয়ার পরে প্রত্যেক পরীক্ষার্থীকেই প্রবেশ করানো হয় পরীক্ষা কেন্দ্রে। এরপর তারা সুস্থ ও স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা দেন বলে সূত্রের খবর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath