সরস্বতী গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী

Birbhum News: পড়াশোনার ফাঁকেই সরস্বতী প্রতিমা গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ

বীরভূম: পড়াশোনার ফাঁকেই দুর্দান্ত সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিল বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থী। দুবরাজপুরের সোমনাথ ডোমের এই কাণ্ডকারখানা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। পড়াশোনা এবং প্রতিমা তৈরির কাজ একইসঙ্গে ভারসাম্য রেখে করছে এই কিশোর।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে এনজেপি

দুবরাজপুরের জোপলাই গ্রামে বাড়ি সোমানাথ ডোমের। সে নিজের বাড়ির সরস্বতী প্রতিমা ছাড়াও গ্রামের তিনটি ও পাশের গ্রামের একটি মিলিয়ে মোট পাঁচটি প্রতিমা তৈরি করবে এবার। এরই মাঝে নিচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। ২০২৩ সালে এলাকার একটি দুর্গাপুজোর প্রতিমা গড়ার পরই কদর বাড়ে সোমনাথের। এরপরই তার কাছে একের পর এক প্রতিমা গড়ার বরাত আসতে থাকে।

সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার আগেভাগেই প্রতিমা গড়ছে সোমনাথ। এই প্রসঙ্গে ওই কিশোর বলেছে, পরীক্ষা শেষ হওয়ার পরই সরস্বতী পুজো। তখন আর প্রতিমা গড়ার সুযোগ থাকবে না। তাই পরীক্ষার আগেই প্রতিমা গড়ার কাজ শেষ করতে হবে। তবে এরই মধ্যে সে যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেটাও জানিয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সোমনাথের পরিবার সূত্রে জানা গিয়েছে, তার মাত্র আড়াই বছর বয়সে মা মারা যান। সোমনাথ এখন থাকে দাদু, দিদিমার কাছে। দিদিমা কল্পনা ডোম এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা তথা লোবা গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান। কাছের জোপলাই হাইস্কুলে ভর্তি করার পাশাপাশি ছোট থেকে নাতির মাটির পতুল তৈরির নেশাকে প্রশ্রয় দিয়েছেন তিনি। সেই প্রশ্রয়েই লেখাপড়া করতে করতে কিশোর সোমনাথ সপ্তম শ্রেণিতে পড়াকালীন বিভিন্ন দেবদেবীর প্রতিমা গড়ার কাজ শুরু করে দেয়। এই প্রসঙ্গে সোমনাথ জানিয়েছে, ঠাকুর গড়তে না পারলে তার মন ভাল থাকে না। তাই মন ভাল রাখার পাশাপাশি এই কিশোরের চলছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি।

সৌভিক রায়