Mahashivratri 2024

Mahashivratri 2024: শিবরাত্রিতে কোন নিয়মে পুজো করলে জীবনের সব দুর্ভোগ দূর হবে? নিদান দিলেন পুরোহিত

আর তিন দিন পর মহা শিবরাত্রি।এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী ৮ মার্চ ২০২৪ শুক্রবার। মহা শিবরাত্রিতে শিবকে সন্তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করুন। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে  বেশ কিছু জিনিস নিবেদন করলে পাবেন শিবের আশীর্বাদ।লেখা- পিয়া গুপ্তা
আর তিন দিন পর মহা শিবরাত্রি।এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী ৮ মার্চ ২০২৪ শুক্রবার। মহা শিবরাত্রিতে শিবকে সন্তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করুন। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে  বেশ কিছু জিনিস নিবেদন করলে পাবেন শিবের আশীর্বাদ।
লেখা- পিয়া গুপ্তা
বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, শিবের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর-মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল-দুধ ঢালা উচিত। শিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হল গাঁজা- ভাঙ। তবে শুধু গাঁজা-ভাঙ নয়, মহাদেবের পছন্দের খাবারের তালিকায় রয়েছে মতিচুরের লাড্ডু, চিনি দেওয়া দুধ ও দই। এছাড়া পিঠে ও পুলিও। লেখা- পিয়া গুপ্তা

বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, শিবের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর-মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল-দুধ ঢালা উচিত। শিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হল গাঁজা- ভাঙ। তবে শুধু গাঁজা-ভাঙ নয়, মহাদেবের পছন্দের খাবারের তালিকায় রয়েছে মতিচুরের লাড্ডু, চিনি দেওয়া দুধ ও দই। এছাড়া পিঠে ও পুলিও।
লেখা- পিয়া গুপ্তা
বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, ভোগ নিবেদন করার পাশাপাশি  এদিন অর্পণ করুন মহাদেবের  পছন্দের কিছু ফুল যেমন ধুতরো, আকন্দ ও বেলফুল। এই ফুলের পাশাপাশি সাদা ফুলও ভগবান শিবকে নিবেদন করতে পারেন। লেখা- পিয়া গুপ্তা
বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, ভোগ নিবেদন করার পাশাপাশি  এদিন অর্পণ করুন মহাদেবের  পছন্দের কিছু ফুল যেমন ধুতরো, আকন্দ ও বেলফুল। এই ফুলের পাশাপাশি সাদা ফুলও ভগবান শিবকে নিবেদন করতে পারেন। 
লেখা- পিয়া গুপ্তা
জ্যোতিষী শঙ্কর মোহন্ত আরও জানান, রঙ্গিন কোন ফুল শিবের পছন্দ নয়। তাই এদিন রঙ্গিন কোন-ও ফুল মহাদেবকে অর্পণ করবেন না। শিবলিঙ্গে পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল, শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন, সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। শিব পুজোর আগের দিন থেকেই আপনাকে নিয়ম নিষ্ঠা সহকারে শিবের ব্রত পালন করতে হবে। লেখা- পিয়া গুপ্তা

জ্যোতিষী শঙ্কর মোহন্ত আরও জানান, রঙ্গিন কোন ফুল শিবের পছন্দ নয়। তাই এদিন রঙ্গিন কোন-ও ফুল মহাদেবকে অর্পণ করবেন না। শিবলিঙ্গে পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল, শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন, সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। শিব পুজোর আগের দিন থেকেই আপনাকে নিয়ম নিষ্ঠা সহকারে শিবের ব্রত পালন করতে হবে।
লেখা- পিয়া গুপ্তা