নজরে কৃষ্ণনগর, আজ হাইভোল্টেজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: ‘আমি দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্বের দিদি, সবার দিদি, ঘরে ঘরে সবার দিদি’, বললেন মমতা

কলকাতা: সম্প্রতি তিনি টেলিভিশনের রিয়েলিটি শো-তে গিয়েছিলেন তিনি৷ সেই শো-এর নাম ‘দিদি নম্বর ওয়ান’৷ মেদিনীপুরের সভা থেকে সেই দিদি নম্বর ওয়ানের প্রশ্ন উঠতেই অন্য কথা বললেন তিনি৷ বললেন, ‘আমি দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্বের দিদি, সবার দিদি, ঘরে ঘরে সবার দিদি৷’ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই শো-য়ে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের অতিথিরাও৷

সেখানে উঠে এসেছিল ব্যক্তিগত জীবনের নানা প্রশ্ন৷ সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, মোবাইল ছাড়া একটা দিন থাকতে হলে কী করবেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেছিলেন, আমি পাগল হয়ে যাব৷ আসলে সমস্ত দুনিয়াটা এখন ফোনের মধ্যে চলে এসেছে৷ সারাদিন সমস্ত কথাবার্তা ফোন মারফত হয়৷ আর আমি তো হাঁটতে-হাঁটতেও ফোন দেখি, একবার ফোন দেখতে দেখতে হোঁচট খেয়েছিলাম৷’

এ ছাড়াও মেদিনীপুরের সভা থেকে সিপিএম ও বিজেপি-কে এক যোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেও বলেছেন সে কথা, এ বারও সে কথা ফের মনে করিয়ে দিলেন৷ মমতা বললেন,‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে৷’ এ ছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করেন তিনি৷

এ দিনের সভা থেকে ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি নম্বর ওয়ান’ বলে উল্লেখ করেন৷ সেই বিষয়ের উত্তরেই মমতা এ’দিন বলেন, ‘আমি দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্বের দিদি, সবার দিদি, ঘরে ঘরে সবার দিদি৷’