কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷

Mahua Moitra: ‘আমার মুখ বন্ধ করতে গিয়ে…,’ সংসদে ফিরেই আগুনে মেজাজে মহুয়া, তুলোধনা বিজেপি-কে

নয়াদিল্লি: সংসদে ফিরে প্রথম বক্তৃতাকেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ কয়েক মাস আগে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছিল মহুয়াকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন সংসদে দাঁড়িয়ে ঝাঁঝালো আক্রমণ করে মহুয়া বলেন, ‘আমার মুখ বন্ধ করতে গিয়ে আপনাদের ৬৩ জন সাংসদের মুখ পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল৷’

গত বছর ডিসেম্বর মাসে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷ এর পর কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের তাঁকেই প্রার্থী করে তৃণমূল৷ অন্যদিকে মহুয়াকে হারাতে মরিয়া বিজেপি শিবির প্রার্থী করে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে৷ কৃষ্ণনগর আসনটি কার্যত তৃণমূল এবং বিজেপির প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়ায়৷ অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে প্রচারেও আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শেষ পর্যন্ত অবশ্য বিপুল ব্যবধানেই কৃষ্ণনগর থেকে জিতে ফের সংসদে ফিরেছেন মহুয়া৷

আরও পড়ুন: রাহুলের তুমুল আক্রমণ, শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন মোদি! সংসদে শুরু দ্বৈরথ

সংসদে ফিরেই এ দিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘শেষ বার যখন আমি এখানে দাঁড়িয়ে ছিলাম, আমাকে কথা বলতে দেওয়া হয়নি৷ কিন্তু একজন সাংসদ মুখ বন্ধ করার বড় মাশুল দিতে হয়েছে শাসক দলকে৷ ওরা আমার মুখ বন্ধ করতে গিয়েছিল, কিন্তু মানুষ ওদেরই ৬৩ জন সাংসদের মুখ পাকাপাকি ভাবে বন্ধ করে দিয়েছে৷’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়ী হয়েছিল৷ এবার বিজেপির আসন সংখ্যা কমে ২৪০ হয়েছে৷ সেই বিষয়টি মনে করিয়েই নরেন্দ্র মোদি, অমিত শাহদের খোঁচা দিলেন কৃষ্ণনগরের সাংসদ৷ এ দিন সংসদে দাঁড়িয়ে মহুয়া আরও দাবি করেছেন, যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠকা পায়নি এবং শরিক দলগুলির উপরে নির্ভরশীল, তাই যে কোনও সময় তাদের সরকারের পতন ঘটতে পারে৷