Makar Sankranti 2024 Weather: গঙ্গাসাগরে মকর সংক্রান্তির সকালে বড় অঘটন, সাময়িক বন্ধ বাস-ফেরি পরিষেবা, জানুন কারণ

*মকর সংক্রান্তির দিন দক্ষিণ ২৪ পরগণায় ঘটল অঘটন। কুয়াশার চাদরে মুড়ল গোটা দক্ষিণ ২৪ পরগণা জেলা। দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ৫০ মিটার।
*মকর সংক্রান্তির দিন দক্ষিণ ২৪ পরগণায় ঘটল অঘটন। কুয়াশার চাদরে মুড়ল গোটা দক্ষিণ ২৪ পরগণা জেলা। দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ৫০ মিটার।
*হঠাৎ করে ঘন কুয়াশা পড়ায় বন্ধ হয়ে যায় ভেসেল ও লঞ্চ পরিষেবা। ফলে সাগরে আগত পূণ্যার্থীরা অসুবিধায় পড়েন। বাস চলাচল ও সাময়িকভাবে বন্ধ করা হয়।
*হঠাৎ করে ঘন কুয়াশা পড়ায় বন্ধ হয়ে যায় ভেসেল ও লঞ্চ পরিষেবা। ফলে সাগরে আগত পূণ্যার্থীরা অসুবিধায় পড়েন। বাস চলাচল ও সাময়িকভাবে বন্ধ করা হয়।
*সকাল সাড়ে আটটা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কপিলমুনি আশ্রম ও কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে পূণ্যার্থীদের মন্দির দর্শন করতেও সমস্যা সৃষ্টি হয়।
*সকাল সাড়ে আটটা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কপিলমুনি আশ্রম ও কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে পূণ্যার্থীদের মন্দির দর্শন করতেও সমস্যা সৃষ্টি হয়।
*এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগণার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যথাক্রমে ২২ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলায় ভাল শীত অনুভূত হচ্ছে।
*এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগণার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যথাক্রমে ২২ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলায় ভাল শীত অনুভূত হচ্ছে।
*আগামীকাল ও তারপর দিন একইরকম আবহাওয়া থাকবে জেলায়। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওইদিন।
*আগামীকাল ও তারপর দিন একইরকম আবহাওয়া থাকবে জেলায়। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওইদিন।
*তবে কুয়াশা এরকম পড়লে পূণ্যার্থীদের বাড়ি ফেরানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের। এখন দেখার কতটা পরিবর্তন হয় আবহাওয়ার।
*তবে কুয়াশা এরকম পড়লে পূণ্যার্থীদের বাড়ি ফেরানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের। এখন দেখার কতটা পরিবর্তন হয় আবহাওয়ার।