আরও সিসিটিভি ক্যামেরা

Malda News: আরজি কর কাণ্ডের পর টনক নড়েছে…! নিরাপত্তা বাড়াতে তড়িঘড়ি সিসিটিভি বসছে ‘এই’ মেডিক্যাল কলেজে

মালদহ: আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে মেডিক্যাল কলেজ ও পড়ুয়াদের হোস্টেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল কলেজের কর্তারা।

এছাড়াও বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোন খামতি রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও নতুন করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, জেলা প্রশাসন জেলা পুলিশের সঙ্গে বৈঠক করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। পুরনো সিসিটিভি ক্যামেরার সংস্কার স্টোরেজ বাড়ানো হবে। ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রয়েছে নিরাপত্তারক্ষী, গোটা হাসপাতাল চত্বর সিসিটিভি ক্যামেরায় মোরা রয়েছে। এছাড়াও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। তারপরও কোথাও কোনও খামতি রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার জন্য আরও সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সংস্কার ও নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য পাঁচ লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি ইতিমধ্যে লাগানো রয়েছে সেগুলি অকেজো হয়ে পড়লে মেরামতি করার পাশাপাশি নতুন করে আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বরাদ্দ টাকায়‌।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে সমস্ত এলাকায় সিসিটিভি লাগানো নেই নতুন করে সেগুলিতে সিসিটিভি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য হাসপাতাল চত্বরের কোনও কোনও জায়গায় আরো বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন রয়েছে ইতিমধ্যে সেই জায়গাগুলি ঘুরে দেখে চিহ্নিত করেছেন মেডিক্যাল কলেজের কর্তারা। সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি মেডিক্যাল কলেজের নিরাপত্তা রক্ষীদের ও বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হয়েছে। কারণ নতুন করে নিরাপত্তা রক্ষী বর্তমানে নিয়োগ হচ্ছে না। সব মিলিয়ে মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হচ্ছে সকলের নিরাপত্তার জন্য।

হরষিত সিংহ