Tag Archives: CCTV Camera

CCTV Camera: কিছু করার আগেই হোন সাবধান, আপনাকে নজর রাখছে ক্যামেরা

উত্তর ২৪ পরগনা: পুর এলাকার বাসিন্দাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এবং এলাকায় নজরদারি চালাতে বড় সিদ্ধান্ত। অশোকনগর পুরসভার তরফ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হল সিসিটিভি ক্যামেরা। প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২৩ টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো।

গত কিছু সময় ধরে চুরির ঘটনা এখানে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তাছাড়া পথ দুর্ঘটনার নানা ঘটনাও ঘটছিল। থানায় অভিযোগও জমা পড়েছে বহুবার। তাই এবার এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সর্বক্ষণ নজরদারি চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান প্রবোধ সরকার। এর ফলে অপরাধমূলক কাজকর্ম অনেকাংশই কমবে বলে ধারণা করা হচ্ছে।

আর‌ও পড়ুন: সাইকেলে চেপে কেদারনাথ, ঘুরে এল মন্দিরবাজারের তিন যুবক

প্রায় পঞ্চাশটির উপর গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে বসানো হয়েছে এই ক্যামেরা। যার সর্বক্ষণের ছবি সরাসরি পৌঁছে যাচ্ছে অশোকনগর-কল্যাণগড় পুরসভায়। কোথায় কখন কী হচ্ছে তা দেখার ও নজরদারি চালানোর জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের ফিড স্থানীয় অশোকনগর থানায়ও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে কোথাও কোন‌ওরকম সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। প্রয়োজনে পুরসভার তরফেও যোগাযোগ করা হবে স্থানীয় থানার সঙ্গে।

রুদ্রনারায়ণ রায়

Bangla Video: শহরকে বাঁচাতে ডিজিটাল উদ্যোগ! এই বাংলায় যা হল…

জলপাইগুড়ি: উত্তরের শান্ত শহরে শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হল জলপাইগুড়ি শহর জুড়ে। এর ফলে শহরবাসী আগামী দিনে অনেকটাই নিরাপদ বোধ করবে বলে দাবি করা হয়েছে।

দিনে দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত হয়েছিল শহরবাসী। কিছুদিন আগেই জলপাইগুড়ির কদমতলা এলাকায় ভরদুপুরে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীর দল। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুমও করা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকেই শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে।

আরও পড়ুন: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে

যানজট হোক কিংবা অসামাজিক কাজ ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এই বিষয়ে জলপাইগুড়ির এসপি উমেশ গণপত খন্ডবহালে জানান, শহরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তাই শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরকে দুষ্কৃতিমুক্ত করতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে করে শহরে কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং দুষ্কৃতীদের অসমাজিক কাজ রোখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি আমজনতা।

সুরজিৎ দে

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে প্রার্থীর অভিনব ‘প্রতীক’ মন জয় করেছে ভোটারদের!

 ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি থেকে দাঁড়িয়েছেন প্রার্থী, দলীয় প্রতীকের পরিবর্তে সিসিটিভি ক্যামেরা প্রতীক পেয়েছেন নির্বাচনে লড়াইয়ে

North 24 Parganas News: নিরাপত্তা নিয়ে চিন্তা? ভাড়াটে বসানোর আগে সাবধান! বিপদে পড়ার আগে পরামর্শ দিলেন পুলিশ

উত্তর ২৪ পরগনা: বারাসাত পুলিশ জেলার তরফ থেকে বারাসাত মধ্যমগ্রাম সহ জেলার নাগরিকদের একরকম সচেতনতার বার্তা পাশাপাশি নিজেদের নিরাপত্তা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা জানালেন এসডিপিও বারাসাত বিদ্যাগর আজিঙ্কে আনান্দ। বারাসাত মধ্যমগ্রাম সহ আশপাশের এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে নানা অপরাধমূলক কাজকর্ম এমনকি বড় বড় চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার তিনজন দুষ্কৃতী। আর এই গোটা ঘটনার তদন্তে নেমে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে জানায় পুলিশ।

অপরাধীরা চুরির আগে সেই এলাকায় ঘর ভাড়া নিয়ে থেকে রেইকি চালাতেন। আর তারপরেই অপারেশন করে চম্পট দিতেন সেখান থেকে। ফলে তাদের ধরা দুষ্কর হয়ে পড়েছিল তদন্তকারী দলের কাছে। আর অবশেষে বারাসাত থানার পুলিশের জালে দুষ্কৃতীরা ধরা পড়তেই, তা সাফল্যের রূপ নিয়েছে। বারাসাত থানার পুলিশের এমন তৎপরতায় রীতিমতো খুশি স্থানীয় নাগরিকরাও। অভিযুক্তদের একজন ব্যারাকপুরের অর্জুন সিং ওরফে বাবু ও সমর বিশ্বাস ওরফে সুবোধ সহ আরও এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া সামগ্রীয় উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!

আরও নানা কেসের সঙ্গেও এই তিনজনের যোগ রয়েছে এমনটা অনুমান করেই তদন্তকারী অফিসাররা সব দিক খতিয়ে দেখছেন। তবে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ নাগরিক ও বসবাসকারী মানুষদের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন

সেক্ষেত্রে আপনার বাড়িতেও যেমন সিসিটিভি লাগাতে পারেন তেমন কয়েক জন মিলে এ্যাপার্টমেন্ট বা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও তা লাগানো যেতে পারে। ফলে এমন কোন পরিস্থিতি তৈরি হলে অপরাধীদের ধরতে যাতে পুলিশের সাহায্য হয় সেই কথা মাথায় রেখেই এমন প্রস্তাব। পাশাপাশি ভাড়াটে বসানোর ক্ষেত্রেও খোঁজ খবর নিয়ে তবে এগোনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। না হলেই পড়তে হতে পারে চরম বিপদে।

Rudra Nrayan Roy