Mamata Banerjee: আজ জোড়া সভা মমতার, নজরে সেই উত্তরবঙ্গের তিন আসন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শুক্রবার কার্যত হাই ভোল্টেজ দিন হতে চলেছে উত্তরবঙ্গের জন্য। কারণ এদিন উত্তরবঙ্গে একই সঙ্গে নির্বাচনী প্রচার কর্মসূচি চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের, দিনহাটা ও আলিপুরদুয়ারের কালচিনিতে সভা করবেন। আর অন্যদিকে জলপাইগুড়ির ধূপগুড়িতে বিকেল চারটে থেকে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের দুর্বল সংগঠনকে আরও চাঙ্গা করতে একযোগে ভোট গ্রহণের কয়েকদিন আগে এই সভা কার্যত রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন– বার্ধক্যের গতি কমাতে সক্ষম এই একটি গাছ! বলছে আয়ুর্বেদের নিদান

গত সপ্তাহে প্রথম পর্যায়ে উত্তরবঙ্গে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির বার্নিশ গ্রামে প্রাকৃতিক বিপর্যয়ের পর তড়িঘড়ি জলপাইগুড়িতে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বার্নিশ গ্রামে যাওয়ার পাশাপাশি আলিপুরদুয়ারের ক্ষতিগ্রস্ত এলাকাও গত সপ্তাহে পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ের উত্তরবঙ্গের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাস কাটতেই আজ, শুক্রবার থেকে দ্বিতীয় পর্যায়ে উত্তরবঙ্গের সভা শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন– Alert! বাগানে এই ৬ গাছ ভুলেও লাগাবেন না, সাপের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হতে পারে !

সূত্র মারফত জানা গিয়েছে, আজকের এই জনসভার পর আগামিকাল অর্থাৎ ১৩ এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে ফুলবাড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা করেই কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। তিনি ফের পয়লা বৈশাখ পুজো দিয়ে ১৪ এপ্রিল বিকেলে জলপাইগুড়ি পৌঁছাবেন। ১৫ এপ্রিল থেকে ফের টানা নির্বাচনের সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন লোকসভা কেন্দ্রকে সামনে রেখেই ১৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল টানা দু’দিন চারটিরও বেশি সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর সমেও যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে শুক্রবার হাই ভোল্টেজ দিন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামিকাল, শনিবার জলপাইগুড়িতে ফের সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারও প্রস্তুতি জোরকদমে চলছে বলে তৃণমূল সূত্রে খবর।