মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, শুনলেন কার্তিক দাস বাউলের গান, বীরভূমের রাঙা মাটির সুরে ভাসলেন মমতা

বীরভূম: আর দিন কয়েকের অপেক্ষা, তারপর এই মাসেই ১৩ তারিখ লোকসভা নির্বাচন।আর এই লোকসভা নির্বাচনের আগে একদম জোর কদমে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল। এক কথায় কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নাজার।আর সেই মতোই বীরভূমে দ্বিতীয়বার জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের লাভপুরে ফুল্লরা মন্দিরের ময়দানে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈশাখ মাসের শুরু থেকেই বীরভূমের তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল কেউ কাউকে এক ফোঁটা জায়গা ছাড়তে নারাজ। আর সেই মতোই প্রথমে হাসন বিধানসভার অন্তর্ভুক্ত তারাপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রবিবার বীরভূমের লাভপুর ফুল্লরা মন্দিরের কাছে জনসভা করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রথমে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন এবং তারপর সেখান থেকে জনসভার পর সেখান থেকে যান ফুল্লরা মন্দিরে পুজো দিতে।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভার অন্তর্ভুক্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মালের সমর্থনে রবিবার জনসভায় যোগদান করেন। দুপুর তিনটে নাগাদ তিনি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করার পর সেখান থেকে কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য বক্তব্য রাখেন।প্রায় কয়েক হাজার মানুষ জমায়েত হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। প্রথমে হেলিপ্যাড থেকে অবতরণ, তারপর স্টেজে বক্তব্য এবং তারপরে কার্তিক দাস বাউলের বাউল গানে তাল মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। এই মন্দিরে কোনও বিগ্রহ নেই। আর মুখ্যমন্ত্রী স্টেজে বক্তব্য রাখতে গিয়েই ইচ্ছে প্রকাশ করেন তিনি ফুল্লরা মন্দিরে পুজো দেবেন।

সৌভিক রায়