অফিস টাইমের বনগাঁ লোকালে এ কী

Bangaon Local Train: অফিস টাইমের ভিড়ে ভরা বনগাঁ লোকাল, ট্রেনের কামরায় এ কে! যাত্রীদের তরফ থেকেও উঠল আওয়াজ

উত্তর ২৪ পরগনা: শিয়ালদহ থেকে রাতে ফেরার ৮ টা ১৪ লোকাল ট্রেন, বনগাঁ লোকাল হওয়ায় প্রতিটি কামরাই তখন প্রায় ভিড়ে ঠাসা। তবে তার মধ্যেই মালপত্র নিয়ে যাওয়ার জন্য ভেন্ডারে থাকা যাত্রীরা এদিন দেখালেন এমনই অভিনব প্রতিবাদ। শিল্পী তারক দাস তাঁর হাতের রঙ তুলিতে মানবদেহে ফুটিয়ে তুললেন আরজি করের নৃশংস ঘটনার প্রতীক। সারা গায়ে রঙ আবৃত যাত্রীকে দাঁড় করিয়েই চলল চলন্ত ট্রেনে নৃশংস ঘটনার প্রতিবাদ।

দিনশেষে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে লোকাল ট্রেনের কামরায় দেখা গেল আরজি কর কাণ্ড নিয়ে দোষীদের শাস্তির দাবিতে অভিনব প্রতিবাদ। মানুষের সারা শরীর রাঙিয়ে তোলা হল নির্যাতিতার করুণ অবস্থার মুহূর্তের প্রতীকি ছবি হিসেবে।

শুধু তাই নয়, ১০ লক্ষ টাকার বিনিময়ে মেয়েকে কোলে ফিরিয়ে দেওয়ারও আবেদন জানানো হল লোকাল ট্রেনের কামরায় এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়া যাত্রীদের তরফে।

আরও পড়ুন – Bollywood Gossip: ‘মা বলেছিলেন প্রেমিক নয় তোমার বাবা হওয়ার কথা’ ২৮ বছরের ছোট প্রেমিকা, ১৭ বছরে ঘর ছাঁড়েন এই গায়কের প্রেমে, তারপর বছরের পর বছর লিভ ইন

‘উই ওয়ান্ট জাস্টিস’-র পাশাপাশি দোষীদের অবিলম্বে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন লোকাল ট্রেনের যাত্রীরা।

মধ্যমগ্রামের শিল্পী তারক দাস জানালেন, বর্তমান পরিস্থিতিতে যেখানে ডাক্তার থেকে নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যদিন যাতায়াত করা ট্রেন যাত্রীরাও এই ঘটনার প্রতিবাদে সোচ্চার আর তাই তিনি এদিন প্রতীকি মডেল এর সারা শরীর রাঙিয়ে তুলে প্লেকার্ড হাতে। ভেন্ডার এর যাত্রীরা জানালেন, আরজি কর কাণ্ডের নির্যাতিতা তরুণীর খুনের ঘটনার বেরিয়ে আসুক আসল রহস্য প্রকৃত দোষীরা পাক শাস্তি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল চলন্ত ট্রেনের এই অভিনব প্রতিবাদের ছবি।

শিয়ালদহ থেকে রাত্রে ফেরার ৮ টা ১৪ লোকাল ট্রেন, বনগাঁ লোকাল হওয়ায় প্রতিটি কামরাই তখন প্রায় ভিড়ে ঠাসা। তবে তার মধ্যেই মালপত্র নিয়ে যাওয়ার জন্য ভেন্ডারে থাকা যাত্রীরা এদিন দেখালেন এমনই অভিনব প্রতিবাদ। শিল্পী তারক দাস তাঁর হাতের রঙ তুলিতে মানবদেহে ফুটিয়ে তুললেন এই নৃশংস ঘটনার প্রতীক। সারা গায়ে রং আবৃত যাত্রীকে দাঁড় করিয়েই চলল চলন্ত ট্রেনে নৃশংস ঘটনার প্রতিবাদ।

Rudra Narayan Roy