অভিনব বিসর্জন

Manasa Puja 2024: মনসাপুজোর বিসর্জনে ভক্তদের আজব কীর্তি! জানলে চমকে যাবেন

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : বিখ্যাত পুরুলিয়া জেলার মনসাপুজো। এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন আপামর জঙ্গলমহলবাসী। নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজো পালিত হয়। এই পুজোয় সবকিছুই থাকে অন্যরকম। তাই এই পুজোর বিসর্জনেও থাকে চমক। ভক্তদের উপর দিয়ে মা মনসার ঘট বিসর্জন হয় জঙ্গলমহলের এই জেলায়।‌

শুনতে অবাক লাগলেও বছরের পর বছর এই ভাবেই ঘট বিসর্জিত হয়ে আসছে পুরুলিয়ার ঝালদার সোনার পাড়া কৈবর্ত কমিটির মনসাপুজোয়। আর এই অভিনব বিসর্জন দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান ঝালদায়। কারণ এমন অভিনব বিসর্জন আর কোথাও দেখা যায় না।এ বিষয়ে ওই কমিটির সদস্যরা বলেন , এই বিসর্জন দেখতে বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। কারণ এখানে রীতি অনুযায়ী মন্দির থেকে বিসর্জন ঘাট পর্যন্ত রাস্তায় ভক্তরা মাটিতে শুয়ে পড়েন। আর ভক্তদের উপর দিয়েই মায়ের ঘট নিয়ে গিয়ে বিসর্জন করা হয়।

আরও পড়ুন : সামান্য উপকরণে অসামান্য শিল্প! ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার কৃতিত্বে তাজ্জব সকলে

ভক্তদের বিশ্বাস,মায়ের ঘট বিসর্জনের রাস্তায় যে সকল ভক্ত শুয়ে থাকেন তারা বিভিন্ন রোগ জ্বালা থেকে মুক্তি পান। তাই শরীরের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে মায়ের ঘট বিসর্জনের রাস্তায় ভক্তরা শুয়ে থাকেন। তাদের উপর দিয়ে গিয়ে মায়ের ঘট বিসর্জিত হয়। এই পরম্পরা পূর্বপুরুষ ধরে চলে আসছে। প্রথা মেনে তারাও তা পালন করছেন।গোটা জঙ্গলমহলবাসী মেতে ওঠেন পুরুলিয়ার এই মনসা পুজোকে কেন্দ্র করে।

রাজ্যের অন্যান্য জেলাতে মনসাপুজো হয়ে থাকলেও জেলা পুরুলিয়ার মনসাপুজো দুর্গাপুজোকেও হার মানায়। নানা  অনুষ্ঠানের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে থাকে এই মনসাপুজোকে কেন্দ্র করে। তাই শুধু মনসা পুজোই নয়, ঝালদর এই মনসা পুজোর বিসর্জনেও অভিনবত্ব লক্ষ্য করা যায়।