প্রথমে ইউক্রেন, তারপর বাংলাদেশ! পরপর ২ ঘটনার সাক্ষী, ভয়াবহ অভিজ্ঞতা ডাক্তারি পড়ুয়ার

যুদ্ধ পরিস্থিতির জন্য মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল! এবারে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ থেকে ফিরল শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া। ছাত্রের সামনে বার বার একের পর এক বাধা।

নদিয়ার শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্র অর্ক সমাদ্দারকে যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন থেকে মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল। এরপর সে ভর্তি হয় বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ থেকেও তাকে ফিরতে হয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার সাক্ষাৎকারে জানা যায়, ২০২৩ সালের ৯ অগাস্ট সে ভর্তি হয়। বাংলাদেশের ছাত্র ছাত্রীদের পাশাপাশি ভারতীয় হিসেবে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন যার মধ্যে ৫০ জন ছাত্র।