Dengue: একই এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১২ জন! পৌঁছল মেডিক্যাল টিম, বসেছে ফিভার ক্লিনিক

দক্ষিণবঙ্গ: বর্ধমানে একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১২ জন। তার ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। উদ্বেগে রয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। একই দিনে ডেঙ্গি আক্রান্ত হন ৯ জন। গত কয়েক দিন আগে আরও ৩ জন ডেঙ্গি আক্রান্ত হন। বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় এই  ঘটনা ঘটেছে।

বুধবার এলাকা পরিদর্শনে যায় নগরোন্নয়ন দফতরের প্রতিনিধি দল। পরিদর্শন করে এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করেন পুরসভার চেযারম্যান পরেশ চন্দ্র সরকার।

আরও পড়ুন: ‘আগে থেকে কিছুই জানানো হয়নি,’ ওয়ানাডের ধস নিয়ে অমিত শাহের দাবি উড়িয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

একই এলাকায় ১২ জন ডেঙ্গি আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে বর্ধমান পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতর। মশার লার্ভা নষ্ট করতে এলাকায় নামানো হয় সাফাই কর্মীদের। বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। মশার লার্ভা নষ্ট করতে বাড়িতে জমা জল ফেলে দেওয়া হচ্ছে।

এলাকায় খোলা হয়েছে ফিভার ক্লিনিক। জ্বর হলেই ডেঙ্গি ও ম্যালেরিয়া টেস্ট করা হচ্ছে ক্লিনিকে। এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে বিলি করা হচ্ছে লিফলেটও।

২৩ জুলাই বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় তিন জন ডেঙ্গু আক্রান্ত হন। এছাড়াও, অনেকের জ্বরে আক্রান্তের খবর ছিল। এরপরই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বর্ধমান পুরসভাকে এলাকায় বিশেষ কাম্পে করে রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয় হয়। পুরসভার পক্ষ থেকে এলাকায় ফিভার ক্লিনিক খোলা হয়।

আরও পড়ুন: ‘কেরলকে আগেই সতর্ক করা হয়েছিল,’ ওয়ানাডের ধস নিয়ে রাজ্যসভায় স্পষ্ট কথা অমিত শাহের, বিরোধীদের অকারণ রাজনীতি না করার বার্তা

সোমবার ক্লিনিকে পরীক্ষা করে আরও ৯ জনের ডেঙ্গি আক্রান্তের পজিটিভ রির্পোট আসে। ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ারও পরীক্ষাও করানো হয় ওই এলাকায়।

বুধবার সুডার একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করতে আসেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ প্রতিনিধিরা। গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত জেলায় ১০৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, ‘‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই সময় সতর্ক থাকা খুবই প্রয়োজন। বাড়িতে কোথাও যাতে জল জমে না থাকে তা দেখতে হবে।’’