বাড়িতে মা বাবার সঙ্গে মৌলি

East Medinipur News: ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় সফল জেলার এক কৃতি ছাত্রী!

পূর্ব মেদিনীপুর, মেছেদা: ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় সফল জেলার এক কৃতি ছাত্রী! ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে সপ্তম স্থান এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলার এক মেধাবী ছাত্রী। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় বরাবর অন্যান্যদের তুলনায় অনেকটাই এগিয়ে। এই জেলায় মেধাবী ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পরীক্ষায় তাদের সফলতার অনন্য কাহিনি লিখে চলেছে প্রতিবছরই। এবার ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের সর্বভারতীয় পরীক্ষায় সাফলতার ছাপ রাখলেন পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার মেধাবী ছাত্রীর মৌলি পাত্র।

আরও পড়ুনঃ জামাল কান্ডে ২ জনকে গ্রেফতার সোনারপুর পুলিশের, নির্যাতিতদের পাশে লাভলী মৈত্র

মেছেদার মৌলি পাত্র। সদ্য আঠারোর এই তরুণী ছোটবেলা থেকেই মেধাবী। পড়াশোনার প্রতি ঝোঁক ছিল ভীষণ, পড়াশোনা নিয়ে নিজের উদ্যমে, নিজের মত করেই গড়ে উঠেছে অল্প বয়স থেকে। স্বপ্ন ছিল কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করা। বর্তমানে বিভিন্ন ছেলে মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার বা কেউ নার্সিং নিয়ে ব্যস্ত। কিন্তু মৌলি একেবারে ভিন্ন স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন। আর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন। এই তরুণী সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেছেন। ম্যাথমেটিক্স নিয়ে রিসার্চ করাই ছিল তাঁর মূল লক্ষ্য।

মৌলির বাবা পেশায় হোমিও চিকিৎসক এবং মা গৃহকর্ত্রী। বাবা মা দুজনেই চায় তাঁদের একমাত্র মেয়ে তাঁর নিজের মত করে গড়ে উঠুক। তাম্রলিপ্ত পাবলিক স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। একাদশ দ্বাদশ শ্রেণী কমপ্লিট করে কলকাতার শ্রী শ্রী অ্যাকাডেমিতে। ম্যাথমেটিক্স এর ওপর রিসার্চ করতে ওড়িশা ইন্সটিটিউট ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারে ভর্তি হয়। তাঁর পরেই পরীক্ষার মাধ্যমে বড় সাফল্য পায় মৌলি। ৭ স্থান অধিকার করেন মৌলি পাত্র। নিজের উদ্যমেই ভিন রাজ্যে পাড়ি দিয়ে সফলতা অর্জন করেছে মৌলি।ম্যাথমেটিক্স নিয়ে রিসার্চ এর লক্ষ্যে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মৌলি।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীরা শিক্ষার দিকে বরাবরই এগিয়ে। বিভিন্ন পরীক্ষায় তাদের সফলতার নজির অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। এই জেলার মেধাবী ছাত্ররা বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে। তাদেরই মত মৌলি সর্বভারতীয় পরীক্ষায় তার সফলতার ছাপ রাখলেন। ইনস্টিটিউট ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় সারাদেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছেন।

সৈকত শী