Malda News: ইদের আগে কফিন বন্দি দেহ পৌঁছল বাড়িতে! পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

মালদহ: ইদের আগে পরিযায়ী শ্রমিকের কফিন বন্দি দেহ পৌঁছাল গ্রামে।খুশির ইদে আর বাড়ি ফেরা হল না পুরাতন মালদহের পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। শ্রমিকের নিথর দেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদহের মঙ্গলবাড়ী পঞ্চায়েতের কংসতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম মোহাব্বত শেখ (৩০)। বাড়ি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি কংসতলা এলাকায়।

পরিবারে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ে। মৃতের মা ফুরকুনি বেওয়া বলেন, “ইদের আগে আমার বাড়িতে এমন দুর্ঘটনা ঘটে গেল। ছোট ছোট ছেলে মেয়েগুলো কী করবে? তাদের পড়াশোনার কী হবে? কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িতে রোজগার করার মত কেউ আর থাকল না। এমন পরিস্থিতিতে সরকারী সাহায্য চাইছি।”

আরও পড়ুন: ভোটের আগে হাড়হিম ঘটনা! TMC প্রাক্তন কাউন্সিলরের রহস্যমৃত্যু! রেললাইনে দু’টুকরো দেহের পাশে ভোটার কার্ড!

আরও পড়ুন: নির্বাচন আসে-যায়! অন্ধকার না কাটলেও ভোট দিতে ভোলেন না টোটো পাড়ার মানুষ

পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মোহাব্বত শেখ। জানা গিয়েছে, গত আট মাস আগে ভিন রাজ্য কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন। গত শনিবার রাতে পরিবারের সঙ্গে ফোনে কথাও হয়েছিল। পরিবারের লোকেরা জানতে পারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এদিন কাজ শেষ করে ফেরার পথে রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। বুধবার তাঁর কফিন বন্দি দেহ গ্রামের বাড়ি এসে পৌঁছায়।

হরষিত সিংহ