রাতে তখনও যুবকের খোঁজে তল্লাশি চলছে।

Damodar River: নিষেধকে ‘থোড়াই কেয়ার’, ভরা দামোদরে স্নান করতে নেমে নিখোঁজ যুবক

পশ্চিম বর্ধমান: প্রশাসনের তরফ থেকে বারবার করা হচ্ছে সাবধান। নিষেধ করা হচ্ছে দামোদরের স্নান করতে নামার জন্য। মৎস্যজীবীদেরও বারবার সাবধান করা হচ্ছে। তবুও অতি উৎসাহী হয়ে কেউ কেউ ঝুঁকির সঙ্গে খেলা করতে যেন বেশি আগ্রহী হয়ে উঠেছেন। দামোদরের ভয়াল রূপ একেবারে কাছে থেকে পরখ করতে চাইছেন। আর তেমনটা করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। উত্তাল দামোদরের স্নান করতে নেমে তলিয়ে গেলেন পীযূষ বাউরি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীযুষ বাউরি কোনওরকম সাবধানবাণীতে কর্ণপাত না করে বাড়ির কাছে দামোদরে স্নান করতে নেমেছিলেন। কিন্তু বুঝতে পারেননি জলের তোড়ে নিজের ভারসাম্য রাখতে পারবেন না। তার ফলে বৃষ্টির জলে ফুলেঁপে ওঠা ভয়াল দামোদরে মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি।

আর‌ও পড়ুন: হারিয়ে যাওয়া ২৩ টি বাদ্যযন্ত্র নিয়ে কর্মশালা, কী কী ছিল জানুন

সোমবার দুপুর বারোটার দিকে তিনি স্নান করতে নামেন বলে খবর। তারপর থেকে আর কোনও খোঁজ নেই ওই যুবকের। উদ্ধারকারী দলের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে উদ্ধার করার জন্য। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত, মঙ্গলবার সকালেও তাঁর কোনও হদিস পাওয়া যায়নি।

দুর্গাপুর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড এলাকার পুরশা গ্রাম, সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা নিজেরাই প্রথমে অনেকক্ষণ ধরে ওই যুবকের সন্ধান চালান। কিন্তু খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত খবর দেওয়া হয় এলাকার বিদায়ী কাউন্সিলরকে। তিনি এসে উদ্ধারকারী দলের সদস্যদের খবর দেন। এরপর স্পিডবোট নামিয়ে শুরু হয় তল্লাশি। তবে যেহেতু দামোদরের প্রচুর পরিমাণে জল রয়েছে এবং অন্ধকার হয়ে গিয়েছিল, তাই সোমবার রাতে একটা পর্যায়ে তল্লাশি অভিযান বন্ধ করে দিতে হয়। মঙ্গলবার সকালে আবার ওই যুবকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

নয়ন ঘোষ