প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিঠুন চক্রবর্তী৷

Mithun Chakraborty on Narendra Modi: মেসেজ করলে কতক্ষণ পরে জবাব দেন মোদি? ফাঁস করলেন মিঠুন

নয়াদিল্লি: হতে পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী৷ কিন্তু কোনও প্রয়োজনে তিনি মেসেজ করলেই দ্রুত তার জবাব দেন নরেন্দ্র মোদি৷ এমনই দাবি করলেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷

মিঠুন জানিয়েছেন, এখনও পর্যন্ত আমার পাঠানো মেসেজের জবাব দিতে সর্বোচ্চ ২৩ মিনিট নিয়েছেন প্রধানমন্ত্রী৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই মিঠুনকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ স্মৃতিচারণা করে মিঠুন জানিয়েছেন, কলকাতায় বিজেপির একটি সভায় প্রথম সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে একান্তে দশ মিনিট কথা বলেছিলেন৷

মিঠুনের কথায়, ‘ওই সভা শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী আমাকে বলেন, মিঠুন দা, আমি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই৷ ওই দশ মিনিটের আলাপচারিতায় আমি সম্মোহিত হয়ে গিয়েছিলাম৷ শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রী এই কারণে নয়, তাঁর স্বতঃস্ফূর্ত ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম৷ সেই প্রভাব আজও আমার মধ্যে রয়েছে৷’

আরও পড়ুন: শুরু ঝোড়ো হাওয়া, আকাশে কালো মেঘ! আজই বৃষ্টি নামবে কলকাতায়? জানাল হাওয়া অফিস

নরেন্দ্র মোদির প্রশংসা করে মিঠুন আরও বলেন, ‘উনি যথেষ্ট ব্যস্ত৷ ফলে তিনি দু-তিন দিন বাদে মেসেজের জবাব দেবেন, এটাই স্বাভাবিক৷ কিন্তু উনি ১০-১৫ মিনিটের মধ্যেই আমার মেসেজের জবাব দেন৷ একবার শুধু দেখেছিলাম, ২৩ মিনিট সময় লেগেছিল৷ আর একবার উনি জার্মানিতে থাকাকালীন আমি মেসেজ করেছিলাম৷ অন্য টাইম জোনে থাকলেও উনি দ্রুত আমার মেসেজের জবাব দিয়ে জানান, পরের দিন কথা বলবেন৷’

প্রধানমন্ত্রীর সম্পর্কে মিঠুন আরও বলেন, ‘উনি এমন একজন যিনি কোনও সময় বলেন না দেখছি কী করা যায়৷ বরং উনি বলেন, আসুন আলোচনা করে দেখা যাক?’