Money Making Tips: স্ট্রবেরি থেকে বাড়িতে আসবে প্রচুর টাকার, দেখে নিন কীভাবে

স্ট্রবেরি চাষে লাভের দিশা দেখছেন বসিরহাটের যুবক নুরুদ্দিন। বাড়িতে কিংবা কিছুটা চাষযোগ্য জমি থাকলে এবার খুব সহজে চাষ করতে পারবেন স্ট্রবেরি। আর বসিরহাটের মাটিতেই এই দামি ফলের চাষ করে ভাল আয়ের মুখ দেখলেন বসিরহাটের বিবিপুরের যুবক নুরুদ্দিন পাহাড়।
স্ট্রবেরি চাষে লাভের দিশা দেখছেন বসিরহাটের যুবক নুরুদ্দিন। বাড়িতে কিংবা কিছুটা চাষযোগ্য জমি থাকলে এবার খুব সহজে চাষ করতে পারবেন স্ট্রবেরি। আর বসিরহাটের মাটিতেই এই দামি ফলের চাষ করে ভাল আয়ের মুখ দেখলেন বসিরহাটের বিবিপুরের যুবক নুরুদ্দিন পাহাড়।
মূলত এই ফল বাংলা কার্তিক-অগ্রাহায়ণ মাসে রোপন করতে হয় যা ফল পাওয়া যায় প্রায় চৈত্রের মাঝামাঝি পর্যন্ত। স্ট্রবেরি একটি দামি ও পুষ্টিকর ফল সেজন্য এর বাজারে চাহিদা সারা বছরই থাকে।
মূলত এই ফল বাংলা কার্তিক-অগ্রাহায়ণ মাসে রোপন করতে হয় যা ফল পাওয়া যায় প্রায় চৈত্রের মাঝামাঝি পর্যন্ত। স্ট্রবেরি একটি দামি ও পুষ্টিকর ফল সেজন্য এর বাজারে চাহিদা সারা বছরই থাকে।
বসিরহাটের বিবিপুরের গোল্ডেন নার্সারির উদ্যোক্তা প্রায় দশ কাটা জমিতে স্ট্রবেরি চাষ করে ভালো আয়ের পথ দেখেছেন। এই ফল চাষের পরিমাণ আগামীতে আরও বড় পরিসরে করবেন বলে জানান তিনি।
বসিরহাটের বিবিপুরের গোল্ডেন নার্সারির উদ্যোক্তা প্রায় দশ কাটা জমিতে স্ট্রবেরি চাষ করে ভালো আয়ের পথ দেখেছেন। এই ফল চাষের পরিমাণ আগামীতে আরও বড় পরিসরে করবেন বলে জানান তিনি।
স্ট্রবেরি হল নাতিশীতোষ্ণ অঞ্চলের সুমিষ্ট ফল। যে কোনও নার্সারি থেকে আপনি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ভাল জাতের চারা পেয়ে যেতে পারেন। যারা ছোট জায়গায় স্ট্রবেরি চাষ করতে চান তারা মাঝারি সাইজের টব নিতে পারেন কিংবা ৫ লিটারের প্লাস্টিকের বোতল কেটে তার মধ্যেও চারা লাগাতে পারে।

স্ট্রবেরি হল নাতিশীতোষ্ণ অঞ্চলের সুমিষ্ট ফল। যে কোনও নার্সারি থেকে আপনি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ভাল জাতের চারা পেয়ে যেতে পারেন। যারা ছোট জায়গায় স্ট্রবেরি চাষ করতে চান তারা মাঝারি সাইজের টব নিতে পারেন কিংবা ৫ লিটারের প্লাস্টিকের বোতল কেটে তার মধ্যেও চারা লাগাতে পারে।
বসিরহাটের এক নার্সারিতে উন্নত প্রজাতির স্ট্রবেরি টবে চাষ করা হল। যার ফলনও বেশ ভাল হয়েছে। তবে চাইলে এটি চাষের জমি কিংবা ছাদ বাগানেও সম্ভব। শীতে টবে স্ট্রবেরির চারা লাগালে মোটামুটি মার্চ-এপ্রিল পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে।
বসিরহাটের এক নার্সারিতে উন্নত প্রজাতির স্ট্রবেরি টবে চাষ করা হল। যার ফলনও বেশ ভাল হয়েছে। তবে চাইলে এটি চাষের জমি কিংবা ছাদ বাগানেও সম্ভব। শীতে টবে স্ট্রবেরির চারা লাগালে মোটামুটি মার্চ-এপ্রিল পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে।
স্ট্রবেরির জন্য রোদ আর শিশির দুটোই ভীষণ দরকার। ফুল থেকে ফল হওয়ার পরে ফল কোনও ভাবেই মাটির স্পর্শ করতে পারে। ফল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই ফল পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গাছের ফুলের নিচের অংশে একটু খড় দেওয়া দরকার। সব মিলিয়ে একটু পরিচর্যা ও যত্নের মাধ্যে সাধের বাগান ভরে উঠবে স্ট্রবেরিতে।
স্ট্রবেরির জন্য রোদ আর শিশির দুটোই ভীষণ দরকার। ফুল থেকে ফল হওয়ার পরে ফল কোনও ভাবেই মাটির স্পর্শ করতে পারে। ফল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই ফল পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গাছের ফুলের নিচের অংশে একটু খড় দেওয়া দরকার। সব মিলিয়ে একটু পরিচর্যা ও যত্নের মাধ্যে সাধের বাগান ভরে উঠবে স্ট্রবেরিতে।